অনলাইন ডেস্ক : গেল বছরের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। ধীরে ধীরে সেই চোট কাটিয়ে উঠেছেন সৌম্য।
কবে নাগাদ মাঠে নামবেন সেটি এখনও নিশ্চিত নয়। তবে এরই মধ্যে বিপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন সৌম্য। আজ (মঙ্গলবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌম্য বলছিলেন ইনজুরির কঠিন সময়ের কথা, ‘ইনজুরির সময়ে একটা কঠিন সময় ছিল। সবথেকে কষ্টের সময় ছিল যে বাসায় বসে খেলা দেখা। খেলাগুলো খেলতে পারছিলাম না এটা একটা কষ্টের জায়গা ছিল।’
পরে বিপিএল নিয়ে সৌম্য জানালেন, ‘বিপিএলে অনেক রান হচ্ছে ভালো করছে। এটা যদি ধারাবাহিকতা রাখা যায় প্রতিদিন তাহলে টি-টোয়েন্টিতেও আমরা উন্নতি করতে পারব। আমরা জানবো ২০০ রান কিভাবে করতে হয়, দশটা উইকেট কিভাবে নিতে হয়। তো এটা আমাদের আয়ত্তের ভেতর থাকবে। তো অন্য কোথাও গেলে আমরা প্রেসারে পড়বো না, প্রেশারটা ইজিলি হ্যান্ডেল করতে পারবো।’
নিজের উন্নতি নিয়ে সৌম্য জানালেন চেষ্টার সবটুকু দেওয়ার কথা, ‘আমি চেষ্টা করছি আমার দিকটা যতটুকু পারছি চেষ্টা করছি। উন্নতির তো শেষ নেই আসলে আরো অনেক উন্নতি আছে।’
সৌম্য বললেন বিশ্বাস রাখার কথা। উদাহরণ টানলেন গ্লোবাল লিগের শিরোপা জয় করা নিয়ে, ‘সবাই যদি আমরা বিশ্বাস করি যে পারবো তাহলে পারবো। আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারব। আমরা আগে নেগেটিভ কথা বলি। ওই টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম আমরা যদি তিন সাইডে ভালো করতে পারি আমরা জিততে পারবো।’