• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিডি২৪লাইভ প্রতিনিধি সম্মেলনে আজীবন সম্মাননা পেলেন খায়রুল আলম রফিক

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১:৫০

বিডি২৪লাইভ প্রতিনিধি সম্মেলনে আজীবন সম্মাননা পেলেন খায়রুল আলম রফিক

অনলাইন ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বিডি২৪লাইভ ডটকমের দুই দিনব্যাপী বার্ষিক প্রতিনিধি সম্মেলন। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল পর্যন্ত গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার একটি মনোরম রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সম্মেলনে বর্ষসেরা প্রতিনিধি, বর্ষসেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বর্ষসেরা মানবিক প্রতিনিধি এবং আজীবন সম্মাননা স্মারকসহ মোট পাঁচটি ক্যাটাগরিতে প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। এবারের সম্মেলনে বিশেষ সম্মাননা হিসেবে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয় দুইজন বিশেষ প্রতিনিধিকে। সম্মাননাপ্রাপ্তরা হলেন সিলেটের বিশেষ প্রতিনিধি এম এ আহমেদ আজাদ এবং বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক।

দুই দিনের এই সম্মেলনে ছিল নানা আকর্ষণীয় আয়োজন। প্রথম দিনের পরিচিতি পর্বে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের মধ্যকার সেতুবন্ধন গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। এরপর কর্মশালা আয়োজনের মাধ্যমে সাংবাদিকতার আধুনিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে কমিশনের প্রাথমিক সুপারিশমালা

সম্মেলনের দ্বিতীয় দিন ছিল আরো বৈচিত্র্যময়। প্রতিনিধিদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং বিভিন্ন পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সকল প্রতিনিধিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সবচেয়ে স্মরণীয় ছিল প্রতিনিধিদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা তাদের কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি২৪লাইভ ডটকমের সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আসাদ। তিনি বলেন, “প্রতিনিধিদের কাজের গতি, উৎসাহ এবং উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যেই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি, যেন প্রতিটি প্রতিনিধিই সম্মানিত বোধ করেন। ভবিষ্যতে এই সম্মেলনকে আরো বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, প্রতিবছর বিডি২৪লাইভের প্রতিনিধি সম্মেলন এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে।”

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি এম এ আহমেদ আজাদ এবং খায়রুল আলম রফিক আজীবন সম্মাননা পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা বিডি২৪লাইভ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সম্মাননা তাদের কাজের প্রতি আরও দায়িত্বশীল ও মনোযোগী করে তুলবে। তারা ভবিষ্যতেও নিজেদের কাজের মানোন্নয়নে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের দাবি

বিডি২৪লাইভ ডটকম দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম, যা নিরপেক্ষ ও দ্রুততম সংবাদ পরিবেশনের জন্য পরিচিত। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি পাঠকদের কাছে একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে খ্যাতি অর্জন করেছে। রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদনসহ দেশের এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর বিডি২৪লাইভে অত্যন্ত নির্ভুলভাবে পরিবেশন করা হয়।

এছাড়া বিডি২৪লাইভ তাদের প্রতিনিধি নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের খবরগুলোও পাঠকের সামনে তুলে ধরছে। এ প্রতিষ্ঠানটি সাংবাদিকতার মান উন্নয়নে বরাবরই অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। প্রতিনিধি সম্মেলনের মতো আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিডি২৪লাইভ ভবিষ্যতেও দেশের অনলাইন সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675