• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন খবর দিলো রাজশাহী

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৯:০২

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন খবর দিলো রাজশাহী

অনলাইন ডেস্ক : বিপিএলের চলমান একাদশ আসরে নবাগত দল দুর্বার রাজশাহী। খেলার চেয়ে বাইরের বিষয়েই তারা বারবার খবরের শিরোনামে আসছে। মূলত ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার কারণেই টালমাটাল অবস্থা ফ্র্যাঞ্চাইজিটির। এরই মাঝে শোনা যাচ্ছিল— দলটির এক শ্রীলঙ্কান ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ায় অভিযোগ জানিয়েছেন বিসিবিকে। এরপরই আজ (বুধবার) নতুন করে ক্রিকেটারদের আশ্বাস দিয়েছে রাজশাহীর ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান।

পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের দুশ্চিন্তা না করার আহবান জানিয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এই কর্মকর্তা। সেখানে তিনি নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছেন। কেবল তাই নয়, ১৬ জানুয়ারির মধ্যে রাজশাহীর খেলোয়াড়রা প্রথম দফায় (ইনস্টলমেন্ট) পারিশ্রমিক পেয়েছেন বলেও দাবি শফিক রহমানের।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

পারিশ্রমিক বিতর্ককে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে রাজশাহীর এমডি শফিক ভিডিও বার্তায় বলেন, ‘বিশেষত ক্রিকেটারদের আমি স্পষ্টভাবে বলতে চাই যে, কিছু ব্যবস্থাপনাজনিত কারণে কিছু সমস্যা হয়েছিল। কিন্তু আর্থিক কোনো ব্যাপারে তাদের কখনোই ভুগতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের পারিশ্রমিক পেয়ে যাবে। ক্রিকেটার এবং স্টাফদের দেওয়া আমাদের প্রতিশ্রুতি স্পষ্ট যে, নির্দিষ্ট সময়েই পারিশ্রমিক হাতে পাবে তারা।’

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

আর্থিক বিষয়ের সমাধান করার পাশাপাশি মাঠের খেলায়ও শক্তি বাড়াতে চায় রাজশাহী। সেজন্য তারা সবার সমর্থনও কামনা করেছেন। বিপিএলের যেকোনো ফ্র্যাঞ্চাইজির পরামর্শকেও স্বাগত জানানোর অভিপ্রায় দেখিয়েছে তাসকিন আহমেদের এই দল। এর আগে টুর্নামেন্টের শুরু থেকে এনামুল হক বিজয় দলটির অধিনায়ক থাকলেও, গত সোমবার তাসকিনকে তার স্থলাভিষিক্ত করা হয়।

আরও পড়ুনঃ  জাবিয়ান ফুটসালের ট্রফি উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠান

প্রসঙ্গত, এর আগে কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় একদিন অনুশীলন বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। কেবল তাতেই তারা আটকে থাকেননি, পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে তারা রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন। পরে বিসিবির সঙ্গে বৈঠকসহ নানা আলোচনার পর ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা জানায় দলটি। এরই মাঝে বিজয়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে তাসকিনকে অধিনায়কত্ব দেয় রাজশাহী। আর গতকাল এলো বিদেশি ক্রিকেটার লাহিরু সামারাকুনের বিসিবিকে অভিযোগ দেওয়ার খবর!

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675