রংপুরের গর্ব শহিদ আবু সাঈদ জাতির শ্রেষ্ঠ সন্তান : শফিকুর রহমান

রংপুরের গর্ব শহিদ আবু সাঈদ জাতির শ্রেষ্ঠ সন্তান : শফিকুর রহমান

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরের গর্ব শহিদ আবু সাঈদ জাতির শ্রেষ্ঠ সন্তান। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবে শহিদরা যেজন্য জীবন উৎসর্গ করেছেন, সেই শোষন আর সন্ত্রাস মুক্ত বৈষম্যবিরোধী সমাজ গড়ার জন্য সংগ্রাম চলমান থাকবে।

তিনি আজ বৃহস্পতিবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটেরে সামনে মহানগরীর পার্কের মোড় এলাকায় শহিদ আবু সাঈদ চত্বরে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মক্কা বিজয়ের পর রাসুল (সাঃ) কাফেরদের ক্ষমা করে দিয়েছিলেন। তবে চিহ্নিত খুনিদের তিনি হত্যা করার আদেশ দিয়ে তা বাস্তবায়ন করেছেন। অতএব আমরা খুনীদের ক্ষমা করার কে ? এই খুনীদের ক্ষমা করা যায়না। এদের ফাঁসি চাই।

আরও পড়ুনঃ  মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ না-ও নিতে পারে এনসিপি

তিনি বলেন, সেদিন জাতির উপর চেপে বসা ফ্যাসিষ্টদের মোকাবেলা এবং প্রতিহত করতে আবু সাঈদের পাশাপাশি হাজারো তাজা তরুন রাজপথে নেমেছিলেন। জাতি দেশজুড়ে লাশের মিছিল দেখেছে। তারা অনেকে শহিদ হয়েছেন, অনেকে চিরতরে পঙ্গু হয়েছেন। তাদের নিখাদ আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে ফ্যাসিষ্ট খুনী বিতাড়িত হয়েছে। দু’মাসের শিশু তার মাকে হারিয়েছেন। স্ত্রী তার স্বামী হারিয়েছেন। মা সন্তান হারিয়েছেন। শত শত তরুণ অন্ধ আর পঙ্গু হয়েছেন। এ জাতি বীরের জাতি। আশার কথা দেশ-বিদেশের অনেক ভাই এসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, সন্তান, স্বামী আর ভাই হত্যার প্রতিশোধ নেব এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে। জামায়াতে ইসলামী সেই লক্ষে কাজ করছে। আমরা নেতা হওয়ার জন্য নয়, মানুষের সেবা করার জন্য কাজ করছি। আপনারা কেউ চাঁদাবাজি, হামলা, মামলা করে অযথা কাউকে হয়রানি করবেন না।

আরও পড়ুনঃ  বাগমারায় বিএনপি’র বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

তিনি বলেন, অনেকেই বলেছিলেন আওয়ামী লীগ না থাকলে তিন দিনে পাঁচ লাখ মানুষকে হত্যা করা হবে। আল্লাহর অশেষ মেহেরবানী মানুষ ধৈর্য ধরেছেন, সবাই শান্তিপূর্নভাবে দায়িত্বশীল ভুমিকা পালন করেছেন। এসব কিছুই হয়নি।

জামায়াতে ইসলামী রংপুর মহানগর তাজহাট থানা শাখা আয়োজিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

আরও পড়ুনঃ  রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

জামায়াতে ইসলামী রংপুর মহানগর তাজহাট থানা আমির এডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, জেলা আামির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, কোতয়ালী থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, জমায়াত নেতা শাহ মুহাম্মদ নুর হোসাইন ও অধ্যক্ষ আব্দুল গনি, ইসলামী ছাত্র শিবির মহানগর সভাপতি নুরুল হুদা এবং জেলা শিবির সভাপতি ফিরোজ মাহমুদ ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *