• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চিরকুটে মৃত্যুর হুমকি: ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে’

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ২:৫৯

চিরকুটে মৃত্যুর হুমকি: ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে’

স্টাফ রিপোর্টার : ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে। তুই বাড়ি থেকে বের হলে তোর মৃত্যু নিশ্চিত।’ চিরকুটে এমন কথা লিখে ইসলামী বক্তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

এই ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ইসলামী বক্তা হাফেজ মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ (২৭)।

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পরিজুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তবে তিনি রাজশাহী নগরীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তবে তার বাবা-মা গ্রামের বাসায় থাকেন।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়েতে বগি ঘাটতি ২০টি ট্রেন কম ৩২ বগি

বাসার সামনে ৬টি চিরকুট গালিগালাজ করে চিরকুটে লেখা ছিল- ‘আমরা আবার ফিরব, ভয়ঙ্কর রূপে, তোরা প্রস্তুত হয়ে যা। তোর কাফনের কাপড় আমাদের কাছে রেডি আছে, তোর কবরের কাছে দিয়ে আসব। খুব তো আন্দোলনে সামনে ছিলি, এবার দেখব তোর কেমন সাহস। তোকে কে বাঁচাবে? ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে। তুই বাড়ি থেকে বের হলে তোর মৃত্যু নিশ্চিত।’

আরও পড়ুনঃ  রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জিডিতে ওই বক্তা উল্লেখ করেছেন, ‘আমি একজন ব্যবসায়ী এবং আলেম। আমি সারাদেশে ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করি। আমি রাজশাহীতে (নগরীতে) বাসা ভাড়া নিয়ে থাকি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে আমার মা আমাকে ফোন দিয়ে জানায়, কে বা কারা আমার বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কিছু কাগজে আমার নাম দিয়ে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকির কথা লিখে দেওয়ালে আঠা দিয়ে লাগিয়েছে। আমি বাড়িতে এসে উক্ত কাগজ দেখতে পাই।’

আরও পড়ুনঃ  আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

এ বিষয়ে হাফেজ মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ বলেন, আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল। বর্তমানে নিরাপত্তা নিয়ে আমি ও আমার পরিবার শঙ্কিত।

মোহনপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:৪৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675