• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভিকি-রাশমিকার ছাভা সিনেমার ট্রেলারে মুগ্ধ আলিয়া

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৫:৪৭

ভিকি-রাশমিকার ছাভা সিনেমার ট্রেলারে মুগ্ধ আলিয়া

অনলাইন ডেস্ক : ২২ জানুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মন্দান্নার নতুন সিনেমা ‘ছাভা’র ট্রেলার। এতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে এবং রাশমিকা মন্দান্না অভিনয় করেছেন তাঁর স্ত্রী জেসুবাই ভোঁসলের চরিত্রে।

সিনেমার দুর্দান্ত ভিজ্যুয়াল আর শক্তিশালী গল্প বলার ধরন দর্শকদের মন জয় করেছে। ট্রেলারটি আমাদের নিয়ে যায় ১৬৮১ সালের সম্ভাজি মহারাজের সিংহাসন আরোহণের সময়ে, যা তাঁর কিংবদন্তি শাসনের সূচনা করে।

আরও পড়ুনঃ  গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!

অনেক সেলিব্রিটি এই ট্রেলারের প্রশংসা করেছেন, যার মধ্যে রয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, ‘ট্রেলারটি মনোমুগ্ধকর। রোমাঞ্চিত। অনেক শুভকামনা।’

ভিকি কৌশল ও আলিয়া ভাট এর আগে মেঘনা গুলজারের রাজি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন, যা ১১ মে ২০১৮-তে মুক্তি পায়। এই সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল এবং তাঁদের অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল।

আরও পড়ুনঃ  শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া

ভিকি কৌশল ও আলিয়া ভাটকে আবার দেখা যাবে সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমায়, যেখানে রয়েছেন রণবীর কাপুরও।

এর আগে ক্যাটরিনা কাইফও ছাভা সিনেমার ট্রেলার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, ‘অসাধারণ, হ্যাশট্যাগ দিনেশবিজন।’ একাধিক আগুনের ইমোজি যুক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  বুবলীর নতুন অধ্যায় শুরু

ভিকি ও রাশমিকার পাশাপাশি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খন্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত, বিনীত কুমার সিং, ডায়ানা পেন্টি ও সন্তোষ জুভেকর।

লক্ষ্মণ উটেকারের পরিচালনায় নির্মিত এবং দিনেশ ভিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি ২০২৫-এ।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675