• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পয়সা বাঁচাতে যুক্তরাষ্ট্র থেকে পয়সাই তুলে দেওয়ার প্রস্তাব মাস্কের

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ১০:১৪

পয়সা বাঁচাতে যুক্তরাষ্ট্র থেকে পয়সাই তুলে দেওয়ার প্রস্তাব মাস্কের

অনলাইন ডেস্ক : ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এবার নতুন একটি লক্ষ্য নির্ধারণ করেছে। যে কোনো মূল্য তারা যুক্তরাষ্ট্রের পয়সা (পেনি) খরচ কমাতে চান। এ জন্য একটি অভিনব পদ্ধতিও খুঁজে পাওয়া গেছে।

ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি একটি পোস্টে জানিয়েছে, প্রতিটি পেনি তৈরি করতে ব্যয় হয় ৩ সেন্টেরও বেশি। এর মাধ্যমে ২০২৩ অর্থবছরে মার্কিন করদাতাদের ১৭৯ মিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে।

পোস্টে বলা হয়েছে—২০২৩ অর্থবছরে সরকারি ‘ইউএস মিন্ট’ ব্যুরো প্রায় ৪৫০ কোটি পয়সা উৎপাদন করেছে। সেই বছর এই ব্যুরো ৪১০ কোটি পয়সা বাজারে পাঠিয়েছে। ২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, বর্তমানে প্রতিটি পয়সা তৈরি ও বিতরণ করতে ৩.৭ সেন্ট খরচ হয়। আগের তুলনায় যা ২০ শতাংশ বেশি। ধাতুর ক্রমবর্ধমান খরচ, বিশেষ করে জিংক ও কপারের দামই এই ব্যয়ের পেছনের প্রধান কারণ।

আরও পড়ুনঃ  ফিলিস্তিন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

এ বিষয়ে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পয়সা বাতিল করার আলোচনা দীর্ঘদিন ধরে চলছে। দেশটিতে পয়সা সাধারণত খুব কমই লেনদেনের কাজে ব্যবহৃত হয় এবং অনেক সময় ঘরে জমিয়ে রাখা হয়।

এ ছাড়া কোভিড-১৯ মহামারির পর থেকে আরও বেশি সংখ্যক গ্রাহক অনলাইনে কেনাকাটা এবং ডিজিটাল লেনদেনে ঝুঁকেছেন। ফলে পয়সা ও কাগজের মুদ্রার ব্যবহার কমে গেছে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমস ম্যাগাজিন-এর একটি প্রতিবেদনেও পয়সা বিলুপ্ত করার পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘পয়সা বিলুপ্তির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে স্পষ্ট। কিন্তু এটি বাস্তবায়ন করতে না পারা আমাদের প্রশাসনিক দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।’

আরও পড়ুনঃ  কারাগারে অনৈতিক সম্পর্ক, নারী কর্মকর্তাকে দেওয়া হলো কারাদণ্ড

বিশেষজ্ঞদের মতে, পয়সা বিলুপ্ত করা হলে ব্যবসায়িক কার্যক্রমেও সময় বাঁচবে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কনভেনিয়েন্স স্টোরস-এর ভাইস প্রেসিডেন্ট জেফ লেনার্ড জানিয়েছেন, প্রতিদিন তাদের প্রায় ৫২ মিলিয়ন ক্যাশ লেনদেন হয়।

তিনি বলেন, প্রতিটি গ্রাহকের সময় ২ সেকেন্ড বাঁচালে দিনে ১০৪ মিলিয়ন সেকেন্ড বা প্রায় ১ হাজার ২০৩ দিন সময় সাশ্রয় হবে।’

তবে পয়সার প্রয়োজনীয়তা নিয়ে আরও অনেক আগেই যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছিল। জানা যায়, ২০০১ সালে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ওয়েস্ট উইং’-এর একটি পর্বে স্যাম সিবর্ন নামে একটি কাল্পনিক চরিত্র পয়সার প্রয়োজনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন।

আরও পড়ুনঃ  ফের যুদ্ধ বাঁধার শঙ্কা কাটল, ইসরায়েলে গেলো সঠিক মরদেহ

মাস্ক এখন নতুন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে একটি নির্বাহী আদেশে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি প্রতিষ্ঠা করেছেন। মাস্কের সঙ্গে এই দপ্তরের সহকারী প্রধান হিসেবে ভিভেক রামাস্বামীকে নিযুক্ত করা হলেও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভিভেককে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পয়সা তৈরি করতে ক্রমাগত বৃদ্ধি পাওয়া খরচ এবং পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, হয়তো পয়সা শিগগিরই বিদায় নিতে পারে। তবে এর জন্য প্রশাসনিক ও সামাজিক সমঝোতার প্রয়োজনীয়তা রয়েছে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675