অনলাইন ডেস্ক : ভারতের পুনেতে ছড়িয়ে পড়ছে বিরল রোগ গুইলেন বারে সিনড্রোম (জিবিএস)। গতকাল শুক্রবার পর্যন্ত রোগটিতে ৭৩ জন আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, জিবিএসে মোট ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন।
গুইলেন বারে সিনড্রোম কী?
জিবিএস একটি বিরল নিউরোলজিক্যাল রোগ যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভুলভাবে তার পেরিফেরাল স্নায়ুতন্ত্রের অংশ, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বাইরে অবস্থিত স্নায়ুর নানা অংশকে আক্রমণ করে। এটি আক্রান্তকারীকে দুর্বল করাসহ পক্ষাঘাতের মতো অবস্থা তৈরি করতে পারে।
তবে আশার কথা হচ্ছে- বেশিরভাগ সময়েই আক্রান্ত রোগী, জিবিএসের সবচেয়ে গুরুতর অবস্থা থেকেও পরিত্রান পান।
জিবিএস রোগের লক্ষণ
লক্ষণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে হাত বা পায়ের অনুভূতি বা সঞ্চালন ক্ষমতা হ্রাস পায়। শিশু হাঁটা অসুবিধা সঙ্গে লক্ষণগুলো দেখাবে এবং হাঁটতে অস্বীকার করতে পারে। শরীরের উভয় পাশে দুর্বলতা একটি প্রধান উপসর্গ। দুর্বলতায় প্রথমে সিঁড়ি আরোহণ বা হাঁটা অসুবিধা হিসাবে প্রদর্শিত হতে পারে। লক্ষণগুলো প্রায়ই অন্ত্র, শ্বাস পেশী এবং এমনকি মুখকে প্রভাবিত করে, যা আরও ব্যাপকভাবে স্নায়ুকে ক্ষতি করে।
উপসর্গগুলো আবির্ভূত হওয়ার প্রথম দুই সপ্তাহের মধ্যে অধিকাংশ লোক দুর্বলতার সর্বাধিক পর্যায়ে পৌছায়; তৃতীয় সপ্তাহে ৯০% পর্যন্ত ক্ষতির লক্ষণ দেখা যায়।
উপসর্গগুলোর মধ্যে রয়েছে- পেশী দুর্বলতা ছাড়াও, উপসর্গগুলো অন্তর্ভুক্ত হতে পারে, চোখের পেশী এবং দেখতে কষ্ট হওয়া, কথা বলা বা চিবানোর সমস্যা হওয়া, হাত বা পায়ে অনুভূতি কমে যাওয়া, ব্যথা যে বিশেষ করে রাতে, গুরুতর হতে পারে, হার্ট বীট বা রক্তচাপের অস্বাভাবিকতা এবং প্রস্রাব নিয়ন্ত্রণের সমস্যা হওয়া।