• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ৫ম সম্প্রীতি ও দক্ষতা উন্নয়ন স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৩:৪৫

রাজশাহীতে ৫ম সম্প্রীতি ও দক্ষতা উন্নয়ন স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ”সম্প্রীতি ও দক্ষতা উন্নয়নে নতুন বাংলাদেশ বিনির্মাণ” থিমকে কেন্দ্র করে গত ২৩-২৬ জানুয়ারি, ২০২৫ রাজশাহী মেট্রো জেলার রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে ১৭০ জন কাব স্কাউট, স্কাউট, রোভার এবং প্রায় ২৫জন লিডারের সমন্বয়ে ৫ম সম্প্রীতি ও দক্ষতা উন্নায়ন স্কাউট ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়।

বিশ্ব ভ্রাতৃত্ব রক্ষায় সে সমস্ত মানুষের অবদান রয়েছে তাদের মধ্যে রবার্ট স্টিফেনশন লর্ড ব্যাডেন পাওয়েল এর নাম অন্যতম। যার প্রতিষ্ঠিত আন্দোলনের নাম স্কাউট আন্দোলন। যা প্রায় ১১৮ বছর ধরে ১৭৩ টি দেশে গতিশীল রয়েছে এং আর্ত-মানবতার সেবায় ও দূর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯

এ আন্দোলনের একটি সংগঠনের নাম থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপ রাজশাহী। এই গ্রুপের আন্তরিক প্রচেষ্টায় উক্ত ক্যাম্পটি তে প্রায় ১৫ টি জেলার স্কাউট সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দচিত্ত অংশগ্রহণ করেছেন এবং জীবনের নানা রকম প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সাথে উপস্থিত ছিলেন। এই ক্যাম্পের ক্যাম্প চীফ হিসেবে জনাব জাফরুল ইসলাম ফারুক, প্রোগ্রাম চিফ জনাব সালেহ আহমেদ (এলটি), ডেপুটি ক্যাম্প চিফ জনাব সৈয়দ মোহম্মদ হায়দার আলী এে এলটি), সহকারী প্রোগ্রাম চিফ জনাব স্বপন কুমার সরকার এবং জনাব ফিরোজ আহম্মেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। যার ক্যাম্পফায়ার ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত কারণ জনাব আফিয়া আখতার (জেলা প্রশাসক রাজশাহী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফ আহমেদ কামান (এলটি), জনাব জান্নাতুল ফেরদৌস এডি রাজশাহী অঞ্চল, জনাব মোঃ তারিকুল ইসলাম প্রধান শিক্ষক রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল। ক্যাম্পে সার্বিক ভাবে সমন্বযেরর দায়িত্ব পালন করেন জনাব মোঃ ইহতেশামুল আলম।

আরও পড়ুনঃ  রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৯.১০ শতাংশ

পতাকা উত্তোলন অনুষ্ঠানে সকলের মিলিত কণ্ঠে উচ্চারিত হয়েছে, মাদকমুক্ত সুস্থ বাংলাদেশ গড়ি এবং মাদককে না বলি। তাদের সকলকে গ্রীণ সিটি ও ক্লিন সিটি রাজশাহীর জেলার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করানো হয়েছে। এই ক্যাম্পে আগত ইউনিট লিডার গন, সেচ্ছাসেবক, বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় ক্যাম্পটি আনন্দঘন এবং রোমাঞ্চকর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675