• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হাসানের বোলিংয়ে মুগ্ধ বিদেশি তারকা

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৯:২১

হাসানের বোলিংয়ে মুগ্ধ বিদেশি তারকা

অনলাইন ডেস্ক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলছেন হাসান মাহমুদ। আসরে দলটির সেরা পারফর্মারদের একজন তিনি। এই পেসারের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন তারই সতীর্থ অ্যালেক্স রস। হাসানকে লম্বা সময় বাংলাদেশের জার্সিতে খেলতে দেখতে চান খুলনার এই বিদেশি তারকা।

আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসানের প্রশংসা করে রস বলেন, ‘আমি তাকে মোকাবেলা করতে চাইব না (হাসানকে)। হাসানের বোলিংয়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। সে দারুণ বোলার। তার অ্যাকশনও দারুণ। সে বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলবে। সে খুবই ভালো ছেলে।’

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে রস বলেন, ‘সে দুর্দান্ত ব্যাটিং করছে। আমি দুই ম্যাচে তাকে ওপেনিং করতে দেখেছি। আমি কোনোভাবেই বলবো না সে ভালো ওপেনার না। আশা করছি তাকে এই জায়গায় আগামীতেও দেখা যাবে। কোচ এবং নির্বাচাকরা বিষয়টি নিয়ে ভাববে।’

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

ফিনিশিংয়ে দারুণ কার্যকরী মাহিদুল ইসলাম অঙ্কন। আসরে বেশ কিছু ভালো ইনিংসও খেলেছেন তিনি। তার প্রশংসা করে রস বলেন, ‘ওর মধ্যে অনেক প্রতিভা আছে। সমস্যাটা হবে এখানকার বাউন্ডারি ছোট কিছুটা। আপনি অস্ট্রেলিয়ার কথাই ধরুন। সেখানকার স্কয়ারের বাউন্ডারি বেশ বড়। এমসিজি, অপ্টাস, সিডনিতে ব্যাক অব দ্য লেন্থের বল মারতে গিয়ে উপরে উঠে যাবে।’

আরও পড়ুনঃ  বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

‘সে যদি যথেষ্ঠ শক্তিশালী হয় তাহলে শুধু ছক্কা হবে। তাকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই সে অবশ্যই এর সঙ্গে মানিয়ে নেবে এই মুহূর্তে তার ব্যাটিং দারুণ হচ্ছে।’-যোগ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675