• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল হবে দিনে, সহযোগিতা চাইলেন আয়োজকরা

প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ৯:০২

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল হবে দিনে, সহযোগিতা চাইলেন আয়োজকরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এক ফেসবুক লাইভে মাহফিলের বিষয়টি ঘোষণা দেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী।

জাবালুন নুর ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মিজানুর রহমান আজাহারীর তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলটি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টার দিকে শেষ হবে। মিজানুর রহমান আজাহারী ছাড়াও অনান্য বিশিষ্ট আলেমগণ মাহফিলে আলোচনা পেশ করবেন।

আরও পড়ুনঃ  রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাওলানা আবু জার গিফারী জানান, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ঠ ইসলামী স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজাহারী হুজুর আগামী ২২ ফেব্রুয়ারি রোজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের তাফসির মাহফিলে আসতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মাহফিলে আগত শ্রোতাদের শৃঙ্খলভাবে মাহফিলে আসার জন্য অনুরোধ করছি এবং তাফসিরুল কোরআন মাহফিল ভালোভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে একান্তভাবে সহোযোগিতা কামনা করছি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বসন্তবরণ ও পিঠা উৎসব

কারণ মিজানুর রহমান আজাহারী হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামে এবং হাজার হাজার গাড়ি আমাদের জেলা শহরে প্রবেশ করবে। সেই কথা চিন্তা করে আমাদের মাহফিলের জায়গা ঠিক করা হয়েছে। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনোক্রমেই সম্ভব নয়। এ জন্য সাধারণ জনগণের সব ধরনের সহোযোগিতা আমাদের প্রয়োজন। এছাড়া তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত মা ও বোনদের সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করা হবে এবং আপনাদেরও উপস্থিতি ও সহোযোগিতা একান্তভাবে কামনা করছি।

আরও পড়ুনঃ  সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, চাঁপাইনববাগঞ্জ সদর জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল আলীম, নবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন ও মাওলানা মহাসিন, ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ম্যানেজার আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675