• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চুরির অপবাদে বৃদ্ধকে কান ধরে বাজার ঘোরানোর ভিডিও ভাইরাল

প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ৯:২৭

চুরির অপবাদে বৃদ্ধকে কান ধরে বাজার ঘোরানোর ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদে এক বৃদ্ধকে মারধর ও কান ধরে পুরো বাজার ঘোরানো হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

ভিডিওটিতে দেখা যায়, ৭৫ বয়সী এক বৃদ্ধকে কান ধরে দাঁড়িয়ে রেখে মারধর ও গালিগালাজ করছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে কিলঘুষি মারতে মারতে পুরো বাজারে ঘুরাতে দেখা যায়। কয়েকজনের হাতে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর চোর বলে গালি দিতে শোনা যায়।

আরও পড়ুনঃ  মর্যাদার একুশে পদক গ্রহণ করলেন সাফজয়ী সাবিনারা

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় সুশীল সমাজ।

কালামৃধা বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহিম জানান, রোববার সকাল ১০টার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। তখন ওই ক্রেতার মোবাইলটি ওই বৃদ্ধ লোকটি নিয়ে যান। পরে বাজারের লোকজন তাকে আটকিয়ে কান ধরে ওঠবস করান। এ ছাড়া তাকে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন। তবে বৃদ্ধর পরিচয় পাওয়া যায়নি। শুধু বলেছে মহিলা রোড ফরিদপুর এলাকায় তার বাড়ি।

আরও পড়ুনঃ  ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

এ প্রসঙ্গে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, “ভিডিওটা দেখিনি। এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675