• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বরিশালের কাছে হেরে প্লে অফের দৌড়ে পিছিয়ে গেল খুলনা

প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ১০:৩৬

বরিশালের কাছে হেরে প্লে অফের দৌড়ে পিছিয়ে গেল খুলনা

অনলাইন ডেস্ক : খুলনা টাইগার্সের ব্যাটাররা আজ দুর্দান্ত ছিলেন। যারা উইকেটে এসেছেন সবাই রান পেয়েছেন। তবে বোলারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়েও জয় পাওয়া হয়নি টাইগার্সদের। এই হারে প্লে অফের দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে গেছে তারা। অন্যদিকে টানা পাঁচ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রংপুরকে ছুঁয়েছে বরিশাল। তবে নেট রানরেটে পিছিয়ে থেকে দুইয়েই আছে ফরচুনরা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে খুলনা। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

আরও পড়ুনঃ  জাকেরের ক্যাচ ছেড়ে রোহিতের রেকর্ড, অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া

১৮৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিদায় নেন তাওহিদ হৃদয়। অফফর্মে থাকা এই ওপেনার আসরজুড়েই দলকে এমন ভুগাচ্ছেন। ১১ রান করে হৃদয় বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন তামিম ইকবাল ও ডেভিড মালান।

তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন মালান। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। অন্যদিকে তামিম ইকবাল কিছুটা ধীরগতির ব্যাটিং করেন। ২৫ বলে ২৭ রান করে সাজঘরে ফিরেছেন এই অভিজ্ঞ ওপেনার। তবে ফেরার আগে মালানের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

মালান অবশ্য ফিফটির দেখা পেয়েছেন। ৩৭ বলে খেলে ৬৩ রান করেছেন তিনি। মিডল অর্ডারে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ২৪ রান করে করেছেন।

আর শেষদিকে ফাহিম আশরাফ খেলেছেন দারুণ এক ক্যামিও। তার ৬ বলে অপরাজিত ১৮ রানের ইনিংসে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল।

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

এর আগে ব্যাটিংয়ে দারুণ শুরু করে খুলনা। মেহেদি মিরাজ ও মোহাম্মদ নাঈম উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৭ রান। ২৯ রান করে মিরাজ ফিরলেও ফিফটি পেয়েছেন নাঈম। এই ওপেনার শেষ পর্যন্ত ২৭ বলে করেছেন ৫১ রান।

এরপর অ্যালেক্স রস, উইলিয়াম বাসিসতো ও আফিফ হোসেনরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন। ইনফর্ম এই ব্যাটার ১২ বলে করেছেন অপরাজিত ২৭ রান।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675