• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দুর্গাপুরে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি, থানায় অভিযোগ

প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ১১:১৪

দুর্গাপুরে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে এক গৃহস্থের গোয়ালঘর হতে ৩টি গরু চুরি হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী নামুপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়ির গোয়াল ঘর হতে এই গরুগুলো চুরি হয়।

এই ঘটনায় গরুর মালিক নুরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দুর্গাপুর থানার জরুরি দায়িত্বে থাকা পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  বাঁশের শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উদযাপন

তোফাজ্জল হোসেন জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে গরু তিনটিকে খড়কুটো খাওয়ার পর বাইরে থেকে ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রাখি। এরপর সাড়ে ১২ টার দিকে ঘুমাতে যায়।

আরও পড়ুনঃ  মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!

আমার বাবা প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দিকে তাকায় গিয়ে দেখে গোয়ালে গরু নেই।

আমার গোয়ালে একটি বড় গাভী, একটি বাছুর, একটি বড় এঁড়ে । যাদের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এই ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। থানার ওসি স্যার আমাকে ডেকে নিয়ে বিস্তারিত জেনে নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো বিপিজেএ রাজশাহী শাখা

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির অভিযোগটি জরুরি দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে ফরওয়ার্ড করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

সাজেকে আগুনে পুড়ল ৯৫টি রিসোর্ট-দোকান-বসতঘর
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৮:২৬
ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন : শফিকুল আলম
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৮:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675