• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ৭:০০

বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৬)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জাকিরের আগে একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের মেয়ে হুমায়রা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেন। পরে তাঁর স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারেননি। বাড়ির লোকজন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675