• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিএলে ক্রিকেটারদের ‘চেক বাউন্স’ প্রসঙ্গে যা বলছে বিসিবি

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১১:৪৩

বিপিএলে ক্রিকেটারদের ‘চেক বাউন্স’ প্রসঙ্গে যা বলছে বিসিবি

অনলাইন ডেস্ক : চলমান বিপিএলে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল অবস্থা। দুই দিন আগে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ চেক দিয়েছিল। তবে শোনা যাচ্ছে, সেই চেকও বাউন্স (চেক ফেরত বা ডিজওনার) করেছে। যা নিয়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে সতর্কও করা হয়েছে অভিযুক্ত ফ্র্যাঞ্চাইজিকে।

পারিশ্রমিক বিতর্ক নিয়ে আজ (মঙ্গলবার) বিকেলে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। এটা (চেক বাউন্স) আমার মাথায়ও আসেনি কিন্তু। দুই-একটা ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে তাদের প্রতিশ্রুতি রাখেনি বা রাখতে পারেনি। তবে এর বাইরে বাকিরা কিন্তু প্রায় পুরো প্রতিশ্রুতিই রেখেছে। কিছুটা ব্যর্থ দুই-একটা ফ্র্যাঞ্চাইজির কারণে ভালো ফ্র্যাঞ্চাইজিগুলোর কথা উঠে আসেনি। আজকে আমরা তাদের ধন্যবাদ দিয়েছি।’

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

এখন থেকে ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখার কথা জানালেন ফাহিম, ‘এখনও যারা পারিশ্রমিক পরিশোধ করেনি, তাদের নিয়ে আলাপ হয়েছে। তারা কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বেশ ভালোভাবেই তাদের বার্তা দিয়েছি যে পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া কেমন হবে। আমাদের প্রত্যাশা কী, কতদিনের মধ্যে কী চাই, সেই সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। সেভাবেই এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আগে আমরা আলাপ-আলোচনার পর অপেক্ষা করতাম। একটা সময় পর দেখতাম কাজ হয়ে গেছে। তবে এখন আমরা নিয়মিত ভিত্তিতে চেক করব তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পূরণ করতে পেরেছে কি না।’

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘যারা একটু বা বেশ খানিকটা পিছিয়ে আছে তাদের সঙ্গে বেশি আলাপ হয়েছে। তারা কীভাবে এই ক্রান্তিটা পার করবে, সেটা নিয়েই কথা হয়েছে। তারা কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছে, আমরা সেগুলো শুনেছি। তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য। তবে এখন থেকে প্রায় প্রতি মুহূর্তেই তাদের ফলো করব প্রতিশ্রুতি কতটা রাখছে। তাদের যতটুকু সম্ভব চাপে রাখব। ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে যেন সন্তুষ্ট থাকে, এই বিষয়টা যেন তারা নিশ্চিত করে।’

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

বিপিএলের শুরু থেকেই একের পর এক বিতর্ক উঠছে। যা নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে বিসিবির। ফলে আবারও আইনি পথে হাঁটার কথা স্মরণ করিয়ে দিয়ে ফাহিম বলেন, ‘আস্থা কিছুটা কম বলেই, এখন আমরা প্রতি মুহূর্তে তাদের নজরদারিতে রাখছি। প্রতিশ্রুতি যদি মোটামুটি রাখতেন তারা, তাহলে এত বেশি উদ্বিগ্ন হতে হতো না। তবে এখন থেকে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কি না, সেটি দেখব আমরা। কাগজপত্র প্রস্তুত আছে। সব লিগ্যাল পেপার করা আছে। সেখান থেকেই নির্দেশনা পাব আমাদের কী করতে হবে।’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675