• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় ধাক্কা

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৬:১৯

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় ধাক্কা

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা দলটাই যেন আস্ত একটা হাসপাতাল। বিগত কয়েকমাসে নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, ড্যারিন ডুপাভিলন, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটাররা ইনজুরিতে পড়ে চলে গিয়েছেন মাঠের বাইরে। চোট পরবর্তী পুনর্বাসনের জন্য মাঠে নেই লুঙ্গি এনগিডি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন আনরিখ নরকিয়া।

এবারে তাতে যোগ হলো নির্ভরযোগ্য ব্যাটার ডেভিড মিলারের নাম। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেলেন তারকা এই ব্যাটার। এত দিন চোটের কারণে খেলতে পারছিলেন না লুঙ্গি এনগিডি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ বার চোট পেলেন মিলারও। তার এই ইনজুরি গুরুতর কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে শঙ্কা।

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

এসএ ২০ এর দল পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। সেই দলের হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কাভারে ফিল্ডিং করছিলেন তিনি। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। তার চোট কতটা গুরুতর, তা এখনও দলের তরফে জানানো হয়নি।

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

বর্তমানে তার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে ক্রিকেট সাউথআফ্রিকা (সিএসএ)। আশা করা হচ্ছে লুঙ্গি এনগিডি এবং মিলার দুজনকে নিয়েই পাকিস্তানের ফ্লাইট ধরতে পারবে টেম্বা বাভুমার দল।

আরও পড়ুনঃ  আফগানদের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পেসার এনগিডি বর্তমানে কুঁচকির চোটে ভুগছেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলেননি তিনি। এনগিডিও রয়্যালসের হয়ে খেলেন। সেই দলের কোচ ট্রেভর পেনি জানিয়েছেন, আগামী ম্যাচে আফ্রিকার পেসার দলে ফিরতে পারেন। বৃহস্পতিবার ম্যাচ রয়েছে পার্ল রয়্যালসের।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা।

 

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675