• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণ আটক

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৭:৩১

বাগমারায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণ আটক

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আটক ওই তরুণকে আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরপুর পৌরসভার একটি গ্রামে গত রোববার বিকেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে শিশু বাড়ির পাশে অন্যদের সঙ্গে খেলছিল। এসময় ওই এলাকার এক বখাটে তরুণ রনি আহম্মেদ কৌশলে কন্যাশিশুকে বাড়ির অদূরে একটি মালটা বাগানে নিয়ে যায়। সেখান শিশুকে ধর্ষণ করে ওই তরুণ। ঘটনাটি বাড়ির কাউকে না বলার জন্য হুমকি দেয় ওই তরুণ। তবে ঘটনার পর থেকে শিশু অসুস্থ হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরে শিশুকে গোসল করানোর সময় প্যান্টে রক্তের দাগ ও জমাট বাধা পদার্থ দেখতে পান তার মা। পরে শিশুর কাছে জনাতে চাইলে সে ঘটনাটি জানায়। পরে স্বজনদের জানানোর পর গতকাল দিবাগত রাতে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার প্রাথমিক তদন্তের পর আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামি ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুরে আসামিকে আদালতে তোলা হয়।
স্থানীয়া জানান, গ্রেপ্তার হওয়া তরুণ বখাটে। তার বিরুদ্ধে স্কুল- কলেজের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। ওই বখাটে ধর্ষণের শিকার শিশুর প্রতিবেশি চাচা। শিশুর মা জানান, মেয়েটি ভয় পেয়েছে এবং অসুস্থ হয়ে পড়ছে। ঘটনাটি বাড়িতে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে বলে জানান।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা পাওয়ার পরেই আসামি রনি আহম্মেদকে ধরা হয়েছে। তার বয়স ১৮ বছরের কম হওয়ার কারণে কিশোর অপরাধ আইন বিচার হবে। আসামিকে কিশোর সংশোধোনাগারে পাঠানো হবে বলে আদালতের পুলিশ পরিদর্শক আমান উল্লাহ জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675