• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে থানা চত্বরে উত্তেজনা

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ১০:০৭

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে থানা চত্বরে উত্তেজনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলামকে অপসারণের দাবি জানাচ্ছেন।

বুধবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরদী থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালায় শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা

বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন, “থানার ওসির অপসারণ চাই”, “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করো”, এবং “ছাত্রদের ওপর হামলার বিচার চাই”। তারা বলেছেন, থানার ওসি অপসারণের আদেশ না আসা পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।

এই অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে গান, প্রতিবেশীদের হামলায় নিহত ১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিদুর রহমান দিহান, মাহিম মেহরাব, মেহের হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজসহ অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ‘ইব্রাহিম হোসেনের ওপর হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তিনি আরও বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও থানার সামনে শিক্ষার্থীরা এখনও অবস্থান করছেন।’।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামিসহ অন্যান্যরা এখনো পলাতক রয়েছেন।

সর্বশেষ সংবাদ

গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
রাজশাহীতে বসন্তবরণ ও পিঠা উৎসব
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675