• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অপহরণের ৪৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ১১:০২

অপহরণের ৪৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলায় অপহরণের ৪৯ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী নিয়ামুল হাসান সজিব (৩৭) গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৯ জানুয়ারী) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অপহরণকারী নিয়ামুল হাসান সজিবকে কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে প্রেরণকৃত নিয়ামুল হাসান সজিব সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের ইয়াছিন আলী শেখের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী বোনকোলা স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় প্রায় সজিব উত্ত্যক্ত করতো। গত ৯ ডিসেম্বর ভুক্তভোগী স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিষয়টি ভুক্তভোগীর পরিবার না জানতে পেরে খোঁজাখুঁজি করতে থাকে। তারপর ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে। স্থানীয় এলাকাবাসী জানায়, বোনকোলা বাজারে প্রার্থনা ডিজিটাল স্টুডিও এন্ড ফটোকপির দোকান রয়েছে সজিবের এবং স্ত্রীসহ এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে তারপরও সে পরকিয়া প্রেমে জড়িয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ভুক্তভোগীর মা রিক্তা খাতুন বলেন, আমার স্কুল পড়ুয়া মেয়েকে এর আগেও বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে সজিব। আমি বিষয়টি বুঝতে পারিনি। সর্বশেষ স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ২৮ জানুয়ারী মঙ্গলবার রাতে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এছাড়া অপহৃত স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675