হেলাল উদ্দীন,বাগমার: সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত হচ্ছে ফাজিল পরীক্ষা ২০২৩ এর ফাইনাল। উপজেলার একটিমাত্র কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ইসলামের ইতিহাস ও বাংলা বিষয়ের পরীক্ষা। কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ফাজিল পরীক্ষা।
ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ফাজিল প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীও রয়েছে। তারা ইয়ারচেঞ্জ পরীক্ষা দিচ্ছেন।
ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন অফিসার সালেক উদ্দীন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ড. ওয়ারেছ আলী। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ইউএনওর প্রতিনিধি।