• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না: জামায়াত আমির

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ ১১:৫৮

লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। যারা লুন্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া।

ডা. মো. শফিকুর রহমান আরও বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। ক্ষুধা, বেকার, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে হবে। বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচারের আহ্বান জানাই।’

আরও পড়ুনঃ  আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মো. রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা ছেচরা-চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতে হবে।

আরও পড়ুনঃ  আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন

সন্মেলনে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরা সদস্য মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় শুরা সদস্য অঞ্চল টিম সদস্য মো. নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহীনুর আলম, শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক, জয়পুরহাট জামায়াতের সহকারি সেক্রেটারি মো. হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, শহর আমির মো. আনোয়ার হোসেন, সদর আমির মো. ইমরান হোসেন, কালাই উপজেলা আমির মুনছুর রহমান, আক্কলপুর উপজেলা আমির শফিউল হাসান দিপু,পাঁচবিবি উপজেলা আমির ডা. মো. সুজাউল ইসলাম, জামায়াত নেতা ফেরদৌস হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা শিবির সভাপতি জুয়েল হোসেন, সাবেক শিবির সভাপতি আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারন সম্পাদক অ্যাডভোকেট আসলাম হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি তাপস কুমার মন্ডল প্রমুখ।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675