হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাগমারা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক অনার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোহনা নার্সিং হোম এন্ড ডায়াগনষ্টিক অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটি গ্রামাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উপজেলার বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালকদের নিয়ে এই সংগঠনটি করা হয়েছে।
বাগমারা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক অনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোহনা নার্সিং হোম এন্ড ডায়াগনষ্টিকের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিমের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক, আঁত-তাবারা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্জারি বিশেষজ্ঞ ডাঃ সরদার বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সভাপতি আঃ রাজ্জাক, আলোকনগর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আসাদুল ইসলাম বাবু, ভবানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, দ্বিপনগর কলেজের অধ্যাপক শহিদুজ্জামান মীর প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফারজানা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টি সেন্টারের পরিচালক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্পন্দন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আঃ রাজ্জাক কানন, কোষাধ্যক্ষ শিখা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক রায়হান উল ইসলাম, প্রচার সম্পাদক জনতা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মাদার মিশন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মিজানুর রহমান, হাট গাঙ্গোপাড়া সাফল্য ডায়াগনষ্টিকের পরিচালক আমজাদ হোসেন, মাদারীগঞ্জ ইজি লাইফ ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক রজব আলী খন্দোকার শিমুল, প্রত্যাশা ডায়াগনষ্টিকের পরিচালক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন এলাকার গ্রাম্য চিকিৎসকগণ সহ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।