• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ৮:১৮

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ অস্ট্রেলিয়া ক্রিকেটে। পিঠের ইনজুরির কারণে আসন্ন টুর্নামেন্টটি থেকে ছিটকে গেছেন অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। আজ (শুক্রবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না মার্শের। বাজে ফর্মের কারণে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দলে জায়গা হারিয়েছিলেন। এ ছাড়া পুরো মৌসুম জুড়েই চোটে ভুগছিলেন। সর্বশেষ বিগ ব্যাশে একটি ম্যাচ খেলে বিশ্রামে ছিলেন। চোট সত্ত্বেও তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আসন্ন প্রতিযোগিতায় খেলা হচ্ছে না তার।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘পিঠের নিচের দিকের ব্যথা ও শারীরিক ত্রুটির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। পুনর্বাসন পরিকল্পনা মতো না হওয়ার কারণে জাতীয় নির্বাচক প্যানেল এবং অস্ট্রেলিয়ার পুরুষ দল মার্শকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে।’

শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, এই মৌসুমের পুরো সময়েই মার্শের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী আইপিএলে মার্শের খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলে চোট সমস্যা যেন বড় দুশ্চিন্তা বয়ে এনেছে। মার্শের পাশাপাশি খেলা নিয়ে অনিশ্চয়তা আছে অধিনায়ক প্যাট কামিন্সেরও। গোড়ালির চোটে ভুগছেন তিনি। চলমান শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলেও নেই তিনি। যদিও ইনজুরির পাশাপাশি এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিও চলছে তার। আবার মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে আছেন জশ হ্যাজেলউডও। সব মিলিয়ে বেশ বেকায়দায় ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ  জাকেরের ক্যাচ ছেড়ে রোহিতের রেকর্ড, অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া

এদিকে, মার্শ ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজ ব্যর্থ ছিলেন তিনি। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো কারণে স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে দলগুলোর।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675