• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১২ বছর পর রঞ্জিতে ফিরে কোহলি করলেন ৬ রান

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ৮:২৯

১২ বছর পর রঞ্জিতে ফিরে কোহলি করলেন ৬ রান

অনলাইন ডেস্ক : প্রায় এক যুগেরও বেশি সময় পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি। কিন্তু প্রত্যাবর্তনটা আত্র জন্য মোটেও সুবিধার হলো না। দিল্লির হয়ে প্রথম ইনিংসে খেলতে নেমে দুই অঙ্ক ছোয়ার আগেই সাজঘরে ফিরতে হয়েছে কোহলিকে।

কোহলি মাঠে নামবেন বলে আজ আরুন জেটলি স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পূর্ণ। এমনিতে রঞ্জি ম্যাচে এত দর্শকের দেখা মেলা ভার! কোহলি বলে কথা! প্রিয় ক্রিকেটারের ম্যাচ মিস করতে রাজি না বলেই দিল্লির কোহলি ভক্তরা এমন ভিড় জমিয়েছেন গ্যালারিতে।

আরও পড়ুনঃ  ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দিল্লি ও রেলওয়েসের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করার তালিকায় না থাকলেও লোকের আগ্রহের কারণে পরে এটি স্ট্রিমিং করার সিদ্ধান্ত নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর এই ম্যাচের জন্য মাঠে টিকেট ফ্রি করে দিয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

ম্যাচের প্রথম দিনে বৃহস্পতিবার রাত তিনটা থেকেই মাঠের সামনে দর্শক জড়ো হতে শুরু করেন। ভোরের আলো ফোটার আগেই মাঠের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। মাঠের গেট খোলার পর হুড়োহুড়ি করে মাঠে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে আহত হন কিছু দর্শক। এমনকি আঘাত পান নিরাপত্তারক্ষীরাও। পরিস্থিতি সামলাতে বাড়তি নিরাপত্তাকর্মী নিয়োগ দিতে হয়।

আরও পড়ুনঃ  ৮ বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফির অজানা টুকিটাকি গল্প

ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ ঘিরে এত উন্মাদনা স্রেফ কোহলি খেলবেন বলেই। কিন্তু সেই কোহলি ব্যাট হাতে ব্যর্থ প্রথম ইনিংসে। ১৫ বল খেলে করেছেন মাত্র ৬ রান। রেলওয়েসের ডানহাতি পেসার হিমানশু সাংওয়ানের করা বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে ছোবল দেয় স্টাম্পে। অফ স্টাম্প আছড়ে পড়ে কয়েক গজ দূরে।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

এই ম্যাচের আগে কোহলি সবশেষ ভারতে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। দিল্লির হয়ে উত্তর প্রদেশের বিপক্ষে ম্যাচটি ছিল এই আরুন জেটলি স্টেডিয়ামেই। তখনও তারকা হয়ে ওঠেনিনি কোহলি। টেস্ট ক্রিকেটের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি সবশেষ খেলেছেন ২০১৫ সালে ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675