‘ছোটবেলায় লুকিয়ে ছাদে গিয়েই বড়দের গোপন গল্পের বই পড়তাম’

‘ছোটবেলায় লুকিয়ে ছাদে গিয়েই বড়দের গোপন গল্পের বই পড়তাম’

অনলাইন ডেস্ক : বাড়ির ছাদে জড়িয়ে থাকে মানুষের নানা স্মৃতি। শৈশব থেকে বার্ধক্য— ছাদ যেন সেই একান্ত আড়াল, যেখানে অবসর থেকে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায় নিজের সঙ্গে। কখনও নিজেকে চেনার আয়নাও হয়ে দাঁড়ায় ছাদ।

বৃহস্পতিবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শীত শেষের দুপুরে ছাদের সঙ্গে জড়িয়ে থাকার স্মৃতি ভাগ করে নিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।

মুক্তির অপেক্ষায় পাওলি অভিনীত নতুন ছবি ‘ছাদ’। বৃহস্পতিবার বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ইন্দ্রাণী পরিচালিত এই ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে ছবির কলাকুশলীরাও শোনালেন ছাদ ঘিরে তাদের নানা স্মৃতিকথা।

আরও পড়ুনঃ  রূপের রহস্য জানালেন মডেল প্রিয়াঙ্কা

এদিন পাওলি ধরা দিলেন নীলচে ধূসর মসলিন জামদানি শাড়িতে। তার পাশে সাদা শার্ট ও সবুজ ট্রাউজারে ছিলেন ছবির অভিনেতা রণজয় বিষ্ণু। সঙ্গে ছিলেন আরও কলাকুশলীরা।

পাওলি বললেন, ‘বহু দিনের অপেক্ষার পর ছবিটা মুক্তি পাচ্ছে। বইমেলায় ছবির পোস্টার প্রকাশ্যে এলো দেখে ভাল লাগছে।’

অভিনেত্রী জানান, পরিচালকের থেকে ছবির নামটা শোনার পরেই তিনি রাজি হয়ে যান। কারণ ছাদের সঙ্গে তারও শৈশবের একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  বৈশাখে বৈচিত্র্যময় জয়া

পাওলির কথায়, ‘ছাদ বা বারান্দা আমাদের কাছে স্বাধীনতার প্রতীক। ছোটবেলায় ছাদে লুকোচুরি খেলতাম। বড়দের গোপন গল্পের বইও লুকিয়ে ছাদেই পড়তাম। ছাদের অনেক গোপন কথা রয়েছে।’

আধুনিক শহরে ছাদের পরিসর যে ক্রমশ ছোট হয়ে আসছে, সে কথাই ধরা পড়ে রণজয়ের বক্তব্যে, অভিনেতা বললেন, ‘আমার নিজের বাড়ি মধ্যমগ্রামে। সেই বাড়ির ছাদ আমার মনজুড়ে। একজন লেখিকাকে নিয়ে এই ছবির গল্প। তাই আমাদের ‘ছাদ’ এসেছে বইমেলায়।’

মজার ছলে রণজয় জানালেন, শুটিংয়ের সময়ে পরিচালকের কাছে তার বকা খাওয়ার আখ্যান। তবে পাওলির অভিনয় চাক্ষুষ করার সুযোগের জন্য পরিচালককে ধন্যবাদ জানাতেও ভুললেন না রণজয়।

আরও পড়ুনঃ  কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

ইন্দ্রাণী বললেন, ‘সপ্তাহের মাঝখানে কাজের দুপুরেও এত মানুষ আমাদের ছবিকে সমর্থন কারার জন্য উপস্থিত হয়েছেন, আমার খুব ভালো লাগছে। আশা করি ছবিটাও দর্শকের পছন্দ হবে।’

বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে। ত্রিদিব বলেন, ‘কলকাতা অডিটোরিয়ামে ছবির প্রচার হচ্ছে, এটা দেখে ভালো লাগছে।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *