স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তিকালিন সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে আগামী ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভাব হবে। সোমবার বেলা ১১ দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে এ কথা বলেন তিনি।
ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজশাহীর প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
দীর্ঘ খরার পর ভোট উৎসবের জন্য সবাই মুখিয়ে আছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে আগামী ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভাব হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। সরকার যখন চাইবে তখনই স্থানীয় সরকার নির্বাচন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছবি ছাড়া ভোটার হওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে ইসি মো. সানাউল্লাহ আরও বলেন, কোন জটিলতার কারণে যেন বৈধ নাগরিকরা ভোটার তালিকার বাইরে না থাকেন সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আর কোন ভাবেই যে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা না থাকে সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর পর আর হয়তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ নাও হতে পারে।
তিনি বলেন, পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না। আইনী বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। এ ব্যাপারে ইসলামিক স্কলাররা অবশ্যই জাতীয় প্রয়োজনে ছবি তোলার পক্ষে কথা বলবেন। ছবি ছাড়া ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে।
তিনি বলেন, ইতোমধ্যেই মারা যাওয়া দেড় শতাংশের বেশী ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। যার পরিমান প্রায় ১৮ লাখ। ধারণা করা এটি দুই শতাংশে দাড়াতে পরে। যার পরিমান হবে প্রায় ২৪ লাখ ভোটার।
সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে ইসি বলেন, বিগতদিনে ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তারা আইনের আওতায় আসবেন। এ নিয়ে সংস্কার কমিশনের সুপারিশও রয়েছে। কেউ আইনের উর্দ্ধে নয়।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা।