আরিফুল ইসলাম, রাজশাহী : অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার দুপুর ১২:৩০টায় বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, রাজশাহীর ম্যানেজিং কমিটির সম্মানিত নতুন সভাপতি ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারের নতুন পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী জনাব মোঃ হাবিবুর রহমান ভূইয়ার সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল জলিল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগের উপদেষ্টা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম ও বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান চিকিৎসক ডা: মো: মির্জা বেগ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
জনাব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া খাদ্য মাইক্রোবায়োলজি, নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং পুষ্টি বিষয়ে একজন বিশিষ্ট গবেষক। ভূঁইয়া খাদ্যের পুষ্টির অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি শেলফ লাইফ বাড়ানোর লক্ষ্যে অভিনব সংরক্ষণ কৌশল তৈরিসহ নানাবিধ বিষয় নিয়ে কাজ করেছেন। তাঁর গবেষণা বাংলাদেশে খাদ্যবাহিত রোগ কমাতে খাদ্যবাহিত রোগজীবাণু সম্পর্কিত গুরুত্বপূর্ণ উদ্বেগ সমাধানের জন্য কাজ করেছেন।
উক্ত মতবিনিময়কালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং নতুন সভাপতি বিষয়গুলো মনোযোগ সহকারী শুনেন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।