স্ত্রীকে গান উৎসর্গ করে সংসারে অশান্তি নাগার!

স্ত্রীকে গান উৎসর্গ করে সংসারে অশান্তি নাগার!

অনলাইন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে দুই মাস ধরে ঘর বেঁধেছেন অভিনেতা নাগা চৈতন্য। ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু সেখানে হঠাৎই বাঁধল এক অশান্তি! স্ত্রীর জন্য উৎসর্গ করলেন গান, আর এতেই নাগার ওপর রেগে যান শোভিতা।

বলিউড অভিনেত্রী সামান্থা রুথের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গত বছর ডিসেম্বরে শোভিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন নাগা। বিয়ের পর থেকে শোভিতার প্রশংসায় পঞ্চমুখ নায়ক। স্ত্রী যে তার জীবনের সম্বল, সে কথাও জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আমি জানি, আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে

তবে এতকিছুর পরও নাগার এই কাজটি মানতে পারলেন না তার স্ত্রী শোভিতা। তার দাবি, নাগা এটা করে অনেক বড় একটি ভুল করেছেন!

আরও পড়ুনঃ  আপত্তিকর পোশাকে নাচলেন মাহি, নেটিজেনদের তুলোধুনো

জানা গেছে, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নাগার সিনেমা ‘থান্ডেল’। এই সিনেমায় একটি গান রয়েছে ‘বুজ্জি থালি’। সেটা শুনেই নাগার ওপর চটেছেন শোভিতা। আসলে বাড়িতে নাকি শোভিতাকে ভালোবেসে ‘বুজ্জি থালি’ ডাকেন নাগা।

গানটি শোনার পরই শোভিতার অভিযোগ, যে নামটা একান্ত তাদের ব্যক্তিগত সেটা কেন প্রকাশ্যে আনলেন নাগা? পরে অবশ্য স্ত্রীর অভিমান ভাঙাতে সক্ষম হয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ  আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

এর আগে গত রোববার ‘থান্ডেল’ ছবির প্রিমিয়ারে নাগা চৈতন্য বলেছিলেন, আমি ‘বুজ্জি থালি’ গানটি শোভিতাকে উৎসর্গ করব। কারণ আমি তাকে বাড়িতে ‘বুজ্জি থালি’ বলে ডাকি।

তবে চৈতন্য গানটিতে তার স্ত্রীর ডাকনাম ব্যবহার করায় দুঃখও প্রকাশ করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *