• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তেজনারায়ণ চন্দরপলকে নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩ ১১:০১

তেজনারায়ণ চন্দরপলকে নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

তিনটি আন–অফিশিয়াল টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সফরের জন্য উইকেটকিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন বাঁহাতি ওপেনার তেজনারায়ণ চন্দরপল, বাঁহাতি অলরাউন্ডার রেমন রেইফার, পেসার অ্যান্ডারসন ফিলিপ ও বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি। রেইফার, ফিলিপ ও মোতি—তিনজনই গত বছরের জুন বাংলাদেশের ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন।

কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণের টেস্ট অভিষেক গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরই মধ্যে ৬ টেস্ট খেলে একটি ডাবল সেঞ্চুরিসহ ৪৫.৩০ গড়ে রান তুলেছেন তেজনারায়ণ।

আরও পড়ুনঃ  নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত

বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যে ৩টি চার দিনের ম্যাচের প্রথমটি শুরু হবে ১৬ মে। এরই মধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেনের নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে জাকির হাসান, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসানের মতো তরুণদের।

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

ওয়েস্ট ইন্ডিজের দলটিতেও আছে তারুণ্যের আধিক্য। যার মধ্যে আছে এ বছরই ওয়েস্ট ইন্ডিজের চার দিনের প্রথম শ্রেণির টুর্নামেন্টে অভিষিক্ত ওপেনার কার্ক ম্যাকেঞ্জি ও জাচারি ম্যাকসাসকি এবং পেসার জইর ম্যাকআলিস্টার।

প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, বিদেশি কন্ডিশনের সঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, ‘আমরা এমন একদল খেলোয়াড় বেছে নিয়েছি, যারা বাংলাদেশের মাটিতে খেলার মাধ্যমে উপকৃত হতে পারে। ক্যারিবিয়ানে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের বিষয়টিও আমাদের মাথায় আছে।’

আরও পড়ুনঃ  পাকিস্তানের অপেক্ষার ইতি, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ কেন আলাদা

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশে আসবে ১১ মে। ১৬ মে প্রথম চার দিনের পর বাকি দুটি শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675