যদি কিডন্যাপ করতেই হয় তাহলে ওকেই করব : শ্রাবন্তী

যদি কিডন্যাপ করতেই হয় তাহলে ওকেই করব : শ্রাবন্তী

অনলাইন ডেস্ক : বিদেশে প্রেম করছেন শ্রাবন্তী-জিতু। গত বছর এমন খবরে বেশ শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। পরে জানা যায়, পুরো ঘটনাই ছিল নতুন সিনেমার প্রমোশন স্টান্ট। যে ছবি নিয়ে এই হৈহৈ কাণ্ড, তার নাম ‘বাবু সোনা’। অভিনয়ে জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিচালনায় অংশুমান প্রত্যুষ।

ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেতে চলেছে এই ছবি। বহুদিন পর এমন দমফাটানো হাসির ছবি দেখতে পাবে বাঙালি দর্শক। গল্পে বাবু (জিতু) আর সোনা (শ্রাবন্তী) দু’জন লন্ডনে থাকে। সেখানেই তারা একটি শিশু কিডন্যাপ করে । আর এই ঘটনার জেরেই আলাপ হয় বাবু এবং সোনার। গল্প বাঁক নেয় এখান থেকেই। হাসি-ঠাট্টার গল্প হলেও ছবিতে রয়েছে অ্যাকশন দৃশ্যও।

আরও পড়ুনঃ  আপত্তিকর পোশাকে নাচলেন মাহি, নেটিজেনদের তুলোধুনো

সিনেমার দুটি গান ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। মঙ্গলবার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘বাবু সোনা’র ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকাও।

সেখানেই শ্রাবন্তীর কাছে প্রশ্ন ছিল, বাবুসোনা নামটাই বড় আদরের, শ্রাবন্তীকে এই নাম দিতে হলে কাকে দিতেন? এক গাল হেসে শ্রাবন্তী বললেন, ‘এখন তো জিতুকেই ডাকব’।

আরও পড়ুনঃ  বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কের মুখে ঊর্বশী

ছবির প্রেক্ষাপটে রয়েছে এক অপহরণের ঘটনাও। কিডন্যাপের ঘটনাই মিলিয়ে দেয় বাবু এবং সোনাকে। শ্রাবন্তীর কাছে প্রশ্ন ছিল, সত্যিই যদি ইন্ডাস্ট্রি থেকে কোনও ব্যক্তিকে অপহরণ করার সুযোগ থাকত, কাকে করবেন?

খানিকটা সময় নিয়ে অভিনেত্রীর উত্তর,‘যদি কিডন্যাপ করতেই হয়, তাহলে হয়তো জিতদাকে করতে পারি!’ বলেই হেসে ফেললেন শ্রাবন্তী।

‘বাবু সোনা’র প্রযোজনায় রয়েছে এসকে মুভিজ। জিতু-শ্রাবন্তী ছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য, সাগ্নিক চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ  মল্লিকাকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য অদিতির, অবাক অভিনেতা

অন্যদিকে, বলিউডে যেখানে পুরনো হিট এবং ব্লকবাস্টার সিনেমাগুলিকে মাঝে মধ্যেই বড় পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে, ঠিক সেই ধারাতেই এবার বাংলায় ফিরে আসছে জনপ্রিয় সিনেমা ‘শুধু তোমারই জন্য’।

এসভিএফের পক্ষ থেকে সুখবরটি দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, প্রেমের মাস শুরু হয়েছে এবং কদিন পরেই প্রেমের সপ্তাহ। সেই উপলক্ষে, ৭ ফেব্রুয়ারি থেকে বড় পর্দায় আবারও ফের আসতে চলেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত রোম্যান্টিক ছবি ‘শুধু তোমারই জন্য’।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *