• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভক্তদের বার্তা দুই ঘণ্টায় পৌঁছে গেল শাহরুখের কাছে, তারপর যা করলেন

প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩ ৯:৩৪

ভক্তদের বার্তা দুই ঘণ্টায় পৌঁছে গেল শাহরুখের কাছে, তারপর যা করলেন

শুধুই কি শুটিং? শুটিংয়ের আগে তারকাদের কত কিছুই না মেনে চলতে হয়। এই চুক্তি, সেই চুক্তি। এসব চুক্তির আওতায় থাকে লুক প্রকাশ করা যাবে না। সিনেমার গল্প প্রকাশ করা যাবে না। সিনেমার কোনো দৃশ্য ফাঁস করা যাবে না। অভিনয়শিল্পী নিয়ে তথ্য দেওয়া যাবে না। আরও কত কি। আর যদি শাহরুখ খান হন, তাহলে সাবধানতা আরও বেশি। কারণ, সেই সিনেমার প্রচারে একের পর এক চমক থাকে। সেই চমক দিতে গিয়েই ভক্তদের কাছ থেকে কথা শুনতে হচ্ছিল এই তারকাকে। অবশেষে ভক্তদের জন্য আবার ছবি পোস্ট করতে হলো এই বলিউড বাদশাহকে। ঘটনাটা একটু খুলে বলা যাক।

আরও পড়ুনঃ  দ্রুত মা হওয়ায় কটাক্ষ, জবাব দিলেন শ্রীময়ী

হঠাৎ করেই শনিবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নতুন ট্রিজার পোস্টার ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন শাহরুখ। পোস্টারটি প্রকাশ করে এই তারকা ভক্তদের জানিয়ে দিলেন, ‘জাওয়ান’-এর মুক্তি পিছিয়ে যাচ্ছে। সিনেমাটি জুন মাসের ২ তারিখে মুক্তির কথা ছিল। কিন্তু বিশেষ কারণে ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। এতে ভক্তদের কোনো অভিমান বা আফসোস নেই।

কিন্তু ট্রিজার পোস্টার নিয়ে ভক্তরা খুশি নন। এর কারণ, সেই পোস্টারে প্রিয় তারকাকে চেনার উপায় নেই। পোস্টারের ছবিটি দেখে বোঝার উপায় নেই, এটা শাহরুখ। মুখের কোনো অংশ দেখা যাচ্ছে না। চরিত্রের প্রয়োজনে বিশেষভাবে ঢেকে রাখা চেহারা। শাহরুখের ফেসবুক মন্তব্যে ভক্তদের আবদার, তাঁকে চেনা যায়, এমন ছবি দিতে। এই খবর পৌঁছে গেছে শাহরুখের কাছে।

আরও পড়ুনঃ  আদনানকে বিয়ে করতে বাধ্য হই : পপি

ছবিটি পোস্ট করার ঠিক দুই ঘণ্টার মধ্যে ভক্তদের জন্য এল নতুন বার্তা। দুই ঘণ্টার ব্যবধানে ৮টা ২১ মিনিটে আবার ছবিসহ নতুন ছবি পোস্ট করতে হলো এই তারকাকে। শাহরুখকে দেখা যায়, এমন একটি ‘জাওয়ান’ সিনেমার লুকের ছবি ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করেছেন।

সেই ছবি পোস্ট করে তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ। অনেকেই বলছিলেন, “জাওয়াদ”-এর পোস্টারে আমার মুখ দেখা যাচ্ছে না। তাঁদের জন্য এখানে ছবি দিয়ে রাখলাম। দয়া করে এই কথা পরিচালক ও প্রযোজককে বলবেন না। সবার জন্য ভালোবাসা। দেখা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। লাভ ইউ অ্যান্ড বাই।’ এতেই বোঝা যায়, শাহরুখ চাইলেও সিনেমার কোনো লুক প্রকাশ করতে পারবেন না।

আরও পড়ুনঃ  ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব : কারিনা

‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের চরিত্রের নাম রাজ বর্ধন ঠাকুর। পুরো গল্পটিই তাকে ঘিরে। অ্যাকশন থ্রিলার ও ড্রামা ঘরানার সিনেমাটিতে রাজকে দেখা যাবে সমাজের অনেক ভুল সংশোধন করতে।

এর পেছনে রয়েছে আরেক গল্প। যে কারণে রাজ একসময় প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। দক্ষিণি পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ আর বিজয় ছাড়া আরও দেখা যাবে তামিল তারকা নয়নতারাকেও।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675