• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় নরসিংহপুর ফাযিল মাদ্রাসায় বিদায়-বরণ অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৪৩

বাগমারায় নরসিংহপুর ফাযিল মাদ্রাসায় বিদায়-বরণ অনুষ্ঠিত

হেলাল উউদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসায় ২০২৫ সালে দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ এস.এম আমিনুল হকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে অত্র মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হামিদ। নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহ মুহাম্মদ ইলিয়াস এর পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর রামনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম এ সালাম, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহসিন আলী, মাদ্রাসার উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তুহিন রেজা, জুলফিকার, শর্মিলা, আরিফা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করা হয়। দাখিল, আলিম এবং ফাযিল মিলে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দোয়া অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণাদী প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675