• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফারুকের পর দ্বিতীয় বয়স্কতম, ৩৩ বছর বয়সে ওয়ানডে অভিষেক বরুণের

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫৩

ফারুকের পর দ্বিতীয় বয়স্কতম, ৩৩ বছর বয়সে ওয়ানডে অভিষেক বরুণের

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে শেষ মুহূর্তে ওয়ানডের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। এবার অভিষেক ম্যাচটা খেলতে নামছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশে সুযোগ পেলেন বরুণ। চোট সারিয়ে দলে ফিরেছেন বিরাট কোহলিও।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৪টি উইকেট নেওয়ার পর তাকে ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়। নাগপুরে প্রথম ওয়ানডেতে তাকে খেলায়নি ভারত। কটকের ২২ গজে তাকে দেখে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর। এই সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজাও খুলতে পারে এই স্পিনারের সামনে।

আরও পড়ুনঃ  জাবিয়ান ফুটসালের ট্রফি উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠান

ফারুক ইঞ্জিনিয়ারের পর ভারতের দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হলো ৩৩ বছর বয়সী বরুণের। রোববার বরুণের বয়স ৩৩ বছর ১৬৪ দিন। ১৯৭৪ সালে ইঞ্জিনিয়ারের একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ৩৬ বছর ১৩৮ দিন বয়সে।

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

কুলদীপ যাদবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে বরুণ এসেছেন প্রথম একাদশে। এ ছাড়াও দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশে আরও একটি পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন কোহলি। যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে এসেছেন প্রাক্তন অধিনায়ক।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডেতেও অস্বস্তিতে সফরকারী ইংল্যান্ড। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে জস বাটলাররা। সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই তাদের সামনে।

আরও পড়ুনঃ  ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

ভারতের একাদশ

শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ড একাদশ:

ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জশ বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675