• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:১৪

জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ ৯ ফেব্রুয়ারি রবিবার রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।

তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা গ্রুপে সিটি কর্পোরেশনসহ মোট ১৮ টি দল অংশগ্রহণ করে। বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় নাটোর ও রানারআপ হয় সিরাজগঞ্জ জেলা এবং বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয় চাঁপাইনবাবগঞ্জ ও রানারআপ হয় সিরাজগঞ্জ জেলা।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পারভেজ রায়হান বলেন, সকল দলই ভালো খেলেছে। কিছু কৌশলগত কারণে বালক শাখায় নাটোর এবং বালিকা শাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জয় ছিনিয়ে এনেছে, তাদেরকে অভিনন্দন জানাই। আর যারা পরাজিত হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই। কিন্তু এই পরাজয়কে শক্তি করে ভবিষ্যতে যেন তারাআরও ভালো খেলা উপহার দিতে পারে সেই জন্য তাদের আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তিনি বলেন, এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় খুজে বের করা। তাদেরকে দিয়ে জাতীয় পর্যায়ে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজশাহী বিভাগের সুনাম অক্ষুন্ন রাখা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে স্কুলের পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

সামনে এ প্রতিযোগিতা আরও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ লুবনা ইয়াসমিন। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী, সুধিজনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675