• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাংলাদেশের আসল ডেভিল পালিয়ে গেছেন : শামা ওবায়েদ

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০২

বাংলাদেশের আসল ডেভিল পালিয়ে গেছেন : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের আসল ডেভিল গত ৫ আগস্ট পালিয়ে গেছেন। কোথায় গেছেন? তার নিজের বাড়িতে গেছেন। বাংলাদেশকে বাঁচিয়ে গেছেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ডেভিল হান্ট শুরু করছে। খামাখা তো করে নাই। কারণ ঘরে ঘরে আওয়ামী লীগের তৈরি করা ডেভিল বসে রয়েছে। ডেভিলের বাংলা হইল শয়তান। আর এই শয়তান ধরার পরিকল্পনা শুরু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইলে এক সমাবেশে এবং দুপুরে পাশের সালথা উপজেলার ভাওয়ালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন

শামা ওবায়েদ বলেন, যারা জনগণের টাকা শোষণ করে নিজের পকেট ভারী করছে। বাড়িঘর বানিয়েছে বিদেশে। হাজার হাজার কোটি টাকা পাচার করছে। কিন্তু একটা রাস্তা বানাইতে পারে নাই নিজের গ্রামে। এই সরকার আমরা চাই না। আমরা চাই গণতান্ত্রিক সরকার। যেখানে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। জনগণের সেবা করবে।

বিকেলে নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কাইচাইল পোড়াদিয়া বাজারে ইউনিয়ন যুবদল আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দেন শামা ওবায়েদ।

এ সময় ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, বন্ধুরা অনেকে অনেক কথা বলেন। সব ছাত্রদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, ওদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়। ছাত্ররা যারা মাঠে নামে, দেশের জন্য কথা বলে তারা অবশ্যই দেশকে ভালোবেসে বলে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে। তারেক রহমান দিনের পর দিন, রাতের পর রাত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সংগঠিত করার জন্য উদ্বেলিত করার জন্য উনি কাজ করে গেছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে গণসচেতনতার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ

বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, ২১ জুলাই যখন রক্ত ঝরেছে, আবু সাঈদের যখন মৃত্যু হয়েছে মানুষকে পাখির মতো গুলি করা হয়েছে। তখন তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, “আর ঘরে বসে থাকার সময় নাই।” সেটা ভুলে গেলে চলবে না।

সভায় সভাপতিত্ব করেন কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাইয়ুম মাতুব্বর।

আরও পড়ুনঃ  ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে সিলেটের সেই ডিসি

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ প্রমুখ।

এর আগে, দুপুর ২টার দিকে শামা ওবায়েদ সালথার ভাওয়ালে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় কৃষক পরিবারের খোঁজখবর নেন। এ সময় তাদের মাঝে নগদ অর্থ সহায়তা করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675