হেলাল উদ্দীন, বাগমারা : উপজেলার ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সোমবার সকালে বিডি ক্লিন বাংলাদেশের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে। এবারের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের প্রতিপাদ্য ছিল
এই শহর আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যত্রতত্র নয় । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মুনছুর রহমাম, আবু বাক্কার, সাইদুল রহমান, নুরুল ইসলাম, সোহরাব হোসেন, আলমগীর হোসেন সহ ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় অভিভাবকবৃন্দরাও উপস্থিত ছিলেন।
বিডি ক্লিন প্রতিনিধিদল জানান, তারা সমগ্র বাংলাদেশকে পরিস্কার পরিচ্ছন্ন করে তুলতে চান। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন। যাতে করে এই সব কোমলমতি শিক্ষার্থীদের মনে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে অভ্যাস ও চেতনা জাগ্রত করা যায়। এভাবে পর্যায়ক্রমে তারা বিভিন্ন হাট বাজার, বাসট্রান্ড রেল স্টেশন সহ বিভিন্ন ফুটপাত ও জনগুরুত্বপূর্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে একটি করে ফুলের চারা বিতরণ করা হয় বিডি ক্লিন বাংলাদেশের পক্ষ থেকে।