স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আওয়ামী যুব মহিলা লীগের এক নেত্রীকে বেঁধে রেখে পুলিশ ডেকে তুলে দিয়েছেন ক্ষুব্ধ জনতা।
সোমবার দিবাগত রাতে নগরীর কাদিরগঞ্জ আমবাগান (কদমতলা) এলাকায় রুমানা ইসলাম আখি নামের ওই আওয়ামী লীগ নেত্রীকে বেঁধে রাখা হয়। এ সময় তাকে মারধরও করা হয়েছে। পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাকে নিয়ে যায়।
বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার ওই নারীকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার লোকজনকে নানাভাবে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।