• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির ছাত্র নিহত

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৪২

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির ছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়া কলোনি এলাকায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফাহিম (১৮) নামে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ফাইমকে রক্তাক্ত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির নিহত শিক্ষার্থী ফাহিম চকফরিদ এলাকার মানিকের ছেলে (৪৫)।

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

জানা যায়, কোচিং শেষে বাড়ি ফেরার সময় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ৮-১০ জন তার পথ রোধ করে মারপিট করে। এক পর্যায়ে তারা ফাহিমের বুকে ও শরীরের একাধিকস্থানে ছুরিকাঘাত করে চলে যায়। এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

স্বজনরা খবর পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসে। এসময় নিহত ফাহিমের স্বজনরা কান্নায় ভেঙে পরে।

ফাইিমের বড় ভাই কাইয়ুম বলেন, প্রায় ৪ মাস আগে তুই বলায় সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয় ফাইম নামের এক ছেলের সঙ্গে। ওই দিন ফাহিম একজন সিনিয়রকে শরীরে থুথু দিয়েছিল। পরে এনিয়ে চরম বিরোধ বেঁধেছিল তাদের মধ্যে। সে সময় বিষয়টি মীমাংসা করা হলেও দ্বন্দ্ব লেগেই ছিল। তারা ফাহিমকে হত্যার হুমকিও দিয়েছিল।

আরও পড়ুনঃ  ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা একেএম মুহিন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675