• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৪১

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল( (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল থাকবে, ততদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।

আজ দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবেন।

অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগ্নেয়াস্ত্র জব্দের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী নয়, তবে সামনের দিনগুলোতে তা বাড়বে।

আরও পড়ুনঃ  ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ

তিনি বলেন, আপনারা যতটা আশা করেছিলেন, ততটা নয়। তবে, জব্দের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। তারা গ্রামগঞ্জে সব জায়গায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছপা হলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। সেজন্য আমাদের সবার আনসার বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লাহর খোলা চিঠি

জাহাঙ্গীর আলম বলেন, আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না।

এর আগে সকালে, উপদেষ্টা গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে তিনি আনসার ও ভিডিপি’র ১৮ জন কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য পদ মর্যাদার সদস্যদের তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করেন।

আরও পড়ুনঃ  কোনো দল বা গোষ্ঠীর নয়, পুলিশ সব নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাহিনীর কর্মকর্তা, কর্মচারীসহ মোট ১৫৬ জনকে সেবা ও সাহসিকতা বিভাগে পদক প্রদান করা হয়েছে।

পরে, উপদেষ্টা আনসার একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন, একটি ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং কুটির শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।-বাসস

সর্বশেষ সংবাদ

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675