ঢাকাThursday , 13 February 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে যুবকের আমৃত্যু কারাদণ্ড

subadmin
February 13, 2025 7:56 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে রূপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রূপ কুমার চন্দ্র সরদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের গোপাল চন্দ্র সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর পিপি মাসুদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলা চলাকালে মৃত্যু হওয়ায় অপর আসামি শ্যামল চন্দ্র সরকারকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৬ সালে রূপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়ার শেরপুর উপজেলার দলিল গ্রামের অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রূপ কুমার ১ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর রূপ কুমার তাঁর স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।