অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে কেবল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সর্বশেষ সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অজিরা এরসঙ্গে দুই ম্যাচের ওয়ানডে সিরিজও যোগ করে। টেস্টে স্বাগতিক লঙ্কানদের নাস্তানাবুদ করলেও ওয়ানডেতে বিপরীত চিত্র স্টিভ স্মিথদের। দুটি ম্যাচেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়া সিরিজ হারের ম্যাচে এশিয়ায় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় পড়েছে।
কলম্বোতে আজ (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া। যেখানে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৪ উইকেটে ২৮১ রান তোলে। তাদের পক্ষে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন কুশল মেন্ডিস। লক্ষ্য তাড়ায় খেলতে নেমে প্রথম ওয়ানডের চেয়েও আরও দুর্গতিতে পড়েছে অস্ট্রেলিয়া। লঙ্কানদের নির্দয় বোলিংয়ে তারা মাত্র ২৪.২ ওভারে ১০৭ রানে গুটিয়ে গেছে। যা এশিয়ার মাটিতে ফরম্যাটটিতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ। একইসঙ্গে তাদের বিপক্ষে লঙ্কানদের সর্বোচ্চ ব্যবধানে (১৭৪ রান) জয়।
সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো হয়নি ওয়ানডেতে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। অথচ প্রতিপক্ষ লঙ্কানরা আইসিসির মেগা টুর্নামেন্টটিতে জায়গা–ই পায়নি। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক প্যাট কামিন্সসহ তিন তারকার চোট এবং আরও দুই ক্রিকেটার নাম প্রত্যাহার করায় ‘জরুরি অবস্থা’ জারির মতো অবস্থা হয়েছে অজিদের। এরই মাঝে লঙ্কানদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কাই দিয়েছে!
অথচ এই ম্যাচের শুরুর চিত্রটা এমন ছিল না। আগে ব্যাট করতে নেমে চারিথ আসালাঙ্কার দল প্রথম ৯ ওভারে মাত্র ২৭ রান তুলতে পেরেছিল। তবে দলীয় ১৫ রানে ওপেনার পাথুম নিশাঙ্কাকে হারানো শ্রীলঙ্কা দ্বিতীয় উইকেটে পায় ৯৮ রান। ৭০ বলে ৫১ রান করে নিশান মাদুশকার বিদায়ে কুশল মেন্ডিসের সঙ্গে গড়া সেই জুটি ভাঙে। মাঝে কামিন্দু মেন্ডিস আউট হয়ে যান মাত্র ৪ রান করে। তবে আবারও মেন্ডিস অধিনায়ক আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে গড়েন ৯৪ রানের জুটি। যা লঙ্কানদের বড় পুঁজির ভিত গড়ে দেয়।
কুশল মেন্ডিস আউট হওয়ার আগে খেলেছেন ১১৫ বলে ১০১ রানের ইনিংস। মেরেছেন ১১টি চারের বাউন্ডারি। আসালাঙ্কা শেষ পর্যন্ত জানিথ লিয়ানাগের সঙ্গে অপরাজিত থেকে দলকে ৫৬ রানের আরেকটি জুটি উপহার দেন। আসালাঙ্কা ৬৬ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭৮ এবং ২১ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলেন লিয়ানাগে। অজিদের পক্ষে একটি করে উইকেট শিকার করেন চার বোলার।
আগের ম্যাচ হেরে সিরিজ জয়ের সুযোগ আগেই হাতছাড়া করেছিল স্মিথ-ট্রাভিস হেডরা। আজ ড্র দিয়ে তারা লঙ্কান মিশন শেষ করতে পারত। কিন্তু উল্টো বড় পুঁজি এবং লঙ্কান বোলারদের নির্দয় আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া। ৩৩ রানের মাথায় তারা হারিয়ে বসে ম্যাথু শর্ট (২), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৯) ও ট্রাভিস হেডকে (১৮)। মাঝে স্মিথ ও জস ইংলিসের ৪৬ রানের জুটি ছাড়া আর অজিদের ইনিংসে বলার মতো কিছু ছিল না। বাকি সময়ে দাপট ছিল কেবল শ্রীলঙ্কার। হেডের পর স্মিথ (২৯) এবং ইংলিস (২২) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি।
অন্যদিকে, লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন দুনিথ ভেল্লালাগে। এ ছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং আসিথা ফার্নান্দো ৩টি করে উইকেট নেন।