• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চার নম্বর পজিশনটা মিরাজ নাকি হৃদয়ের?

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৪০

চার নম্বর পজিশনটা মিরাজ নাকি হৃদয়ের?

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। গতকাল শুক্রবার সকালে সেখানে পৌছেঁছে নাজমুল হোসেন শান্তর দল। আসরে নিজেদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এই মেগা আসরে মাঠে নামার আগে আলোচনায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

যে কোনো দলের জন্য চার নম্বর পজিশনটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে টপ অর্ডার এবং মিডল অর্ডার দুই জায়গায় সমন্বয় করতে হয়। দ্রুত উইকেট পড়ে গেলে নতুন বল মোকাবেলা করতে হয়, অনেক সময় ইনিংস গড়ার কাজ করতে হয়, এমনকি শেষের দিকেও ব্যাট করতে হতে পারে তাকে। তখন আবার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে হয়।

আরও পড়ুনঃ  মর্যাদার একুশে পদক গ্রহণ করলেন সাফজয়ী সাবিনারা

বাংলাদেশের এই চার নম্বর পজিশন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েক সিরিজে এই পজিশনে ব্যাট করেছেন মেহেদি হাসান মিরাজ। তবে তখন দলে ছিলেন না তাওহিদ হৃদয়। এই টপ অর্ডার ব্যাটার দলে ফেরায় মিরাজের চার নম্বর পজিশনে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যা নিয়ে এখনো পরিষ্কার কোনো বার্তা পাননি মিরাজ।

আরও পড়ুনঃ  পাকিস্তানের অপেক্ষার ইতি, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ কেন আলাদা

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরাজ বলেছেন, ‘সবসময় দলের হয়ে পারফর্ম করার ইচ্ছা। তবে অবশ্যই উপরের দিকে ব্যাটিং করতে পারলে ভালো লাগবে।’

‘শেষ যে কয়েকটা সিরিজ খেলেছি, সেখানে কিন্তু আমি চার নম্বরে ব্যাট করেছি। এখন ওখানে তো আমি পারফর্ম করেছি। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে সেই জায়গায় চিন্তা করে আমার জন্য ওখানে খেলা ভালো হবে, অবশ্যই আমি চারেই ব্যাট করতে চাইবো তাহলে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  মহিলাদের আইপিএলে প্রথম জয় হরমনপ্রীতদের

চ্যালেঞ্জ থাকলেও দল হিসেবে এই আসরে ভালো করার প্রত্যয় মিরাজের কণ্ঠে, ‘অবশ্যই প্রত্যেকটা ম্যাচেই চ্যালেঞ্জ থাকবে। আর এরকম বড় টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচই চ্যালেঞ্জিং। এখানে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। আশা করি আমরা অনেকদিন ধরেই তো খেলার মধ্যেই আছি। সবার মধ্যে উদ্দীপনা অনেক, আমাদের ভালো প্রিপারেশন আছে ইনশাআল্লাহ। এখন দেখা যাক, বাকিটা ব্যাটে-বলে (কতটা কী হয়)।’

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675