• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২৩

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।

টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ গানের মধ্যে দিয়ে দলীয় পতাকা ও থিম সং-এর মধ্য দিয়ে টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়েতে বগি ঘাটতি ২০টি ট্রেন কম ৩২ বগি

এরপর ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে অতিথিবৃন্দ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেন, আওয়ামী ফ্যাস্টিস সরকার যুব সমাজকে খেলাধুলা থেকে দূরে রেখে মাদকে নিমজ্জিত করেছিলো। আমরা যুব সমাজকে খেলাধুলার মধ্যে দিয়ে এগিয়ে নিতে চাই। রাজশাহীবাসীকে সুন্দর সমাজ উপহার দিতে চাই। আরাফাত রহমান একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে কোকো ফাউন্ডেশন সারাদেশে বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  রাজশাহী বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সবাই নির্বাচিত

আরাফাত রহমান কোকো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সদস্য সচিন বিশ্বনাথ সরকার, বিএনপির শাহ মখদুম থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল।

স্বাগত বক্তব্য রাখেন- টুর্নামেন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সুইট। সার্বিক তত্বাবধানে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, হাসিবুল আলম শাওন ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিমন।

আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান জনি, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছেন, রাজশাহী সড়ক পরিবহন ও কুমার পাড়া রাইডারস।

এ খেলায় মোট ৬ টি দল অংশগ্রহণ করছে, সেগুলো হলো রাজশাহী রেঞ্জার্স, মুক্তি সংঘ, আরসিসি, স্পোর্টস জোন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও কুমার পাড়া রাইডারস।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675