• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডিসি সম্মেলনে এ বছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন: মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৩

ডিসি সম্মেলনে এ বছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন: মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক : ঢাকায় রোববার (১৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন, যা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছর এই সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশন থাকলেও এবার সেটি থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ তিনি এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সময় মেলাতে না পারায় এ বছর রাষ্ট্রপতির সাথে কোনো অধিবেশন থাকছে না।

এ বছরের সম্মেলনে প্রধান প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ দূষণ রোধ ও উন্নয়নমূলক কার্যক্রম সমন্বয়।

আরও পড়ুনঃ  জামাল-হামজাদের জন্য বাফুফের নতুন স্পন্সর

ড. শেখ আব্দুর রশীদ বলেন, এ বছর জেলা প্রশাসক সম্মেলনে চারটি বিশেষ ও ৩০টি কার্য-অধিবেশন থাকবে। অংশগ্রহণকারী মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা ৫৬টি। কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত ১ হাজার ২৪৫টি প্রস্তাবের ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675