গোপালগঞ্জ প্রতিনিধি ; আর কোনো ফ্যাসিবাদের জায়গা এ দেশে হবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলাম অর্থ সবই গরিবদের জন্য। কিন্তু এই কপাল পোড়া গরিবের গুষ্টি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে জানে না। ওরা চোর-ডাকাত, বদমাশ, লুটেরা এবং খুনিদের ক্ষমতায় বসায়।
শনিবার শহরের পৌর পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যারা গরিব-দুঃখী মেহনতিদের জন্য কাজ করে তাদের ওরা পছন্দ করে না। আমি বিশ্বাস করি, যদি ইসলামি অর্থনীতি বাস্তবায়ন করা হয়, তাহলে আগামী ৫-১০ বছরের মধ্যে দেশ দারিদ্র্যসীমার ওপরে চলে যাবে।
মানবতা, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দেশ ভালো থাকবে, সমস্ত ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে।
নির্বাচন সম্পর্কে ফয়জুল করীম বলেন, সংস্কার শেষে সঠিক সময়েই এই দেশে নির্বাচন হবে। সবকিছু দেখা শেষ। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ, এবার হবে ইসলামী বাংলাদেশ।
মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মোহাম্মাদ আরিফুল ইসলাম।