অনলাইন ডেস্ক : দু’দিন আগে শুরু হয়েছে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলের তৃতীয় আসর। গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ ডেলিভারিতে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২ রান, দিল্লি সেই রান নিতে সক্ষমও হয়েছিল। তবে সেটি রানআউট ছিল কি না তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিতর্ক উঠেছে পুরো ম্যাচে এমন দুটি রানআউটের সিদ্ধান্ত নিয়ে।
দ্বিতীয় ইনিংসের শেষ বলে কাভার অঞ্চলের ওপর দিয়ে বল তুলে দিয়ে দৌড় দেন দিল্লির অরুন্ধতি রেড্ডি। তাদের দুই রান নেওয়ার চেষ্টায় দৌড়ে গিয়ে বলটা নিয়ে উইকেটরক্ষকের দিকে ছুড়ে দেন মুম্বাইয়ের অধিনায়ক হারমনপ্রীত কৌর। পুরো ডাইভ দিয়ে ক্রিজে ঢোকার চেষ্টা করেন অরুন্ধতী। অনেকক্ষণ দেখে তৃতীয় আম্পায়ার নট-আউট দেন। ফলে জিতে যায় দিল্লি। যদিও একটি অংশের দাবি– হারমনের ছোড়া বলটা দিয়ে যখন স্টাম্প ভেঙে দেওয়া হয়, তখন অরুন্ধতীর ব্যাটটি পুরোপুরি ক্রিজের মধ্যে ঢোকেনি। ‘অন দ্য লাইন’ ছিল। বেল না ওঠায় সম্ভবত আউট দেননি তৃতীয় আম্পায়ার। যদিও জ্বলে উঠেছিল স্টাম্প বেল।
বিতর্ক রয়েছে দিল্লির ইনিংসে ১৯তম ওভারের পঞ্চম বলে রানআউট না দেওয়া নিয়েও। দিল্লির দুই ব্যাটার নিকি প্রসাদ এবং রাধা যাদবের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়ে হয়। দুজনেই বলের দিকে তাকিয়ে দৌড়াতে থাকায় আচমকা পেছনে ঘুরে যান রাধা। ততক্ষণে নিকি প্রায় তার কাছে চলে আসেন। নন-স্ট্রাইকার এন্ডে বলটা এলে নিশ্চিতভাবে উইকেট হারাতো দিল্লি। কিন্তু সেটি দেওয়া হয় স্ট্রাইকার এন্ডে। উইকেট বাঁচাতে রাধা ডাইভ দিলেও ক্রিজে ঢোকার সময় তার ব্যাটটি মাটি থেকে উঁচু হয়ে ছিল।
ফলে রানআউটের জন্য আবেদন করেন মুম্বাইয়ের খেলোয়াড়রা। তাতে দেখা যায় যে ক্রিজে ঢোকার সময় রাধার ব্যাটটা উঁচু হয়ে আছে। ব্যাটটি মাটিতে ঠেকে ছিল না। তৃতীয় আম্পায়ার নট-আউট দিলেও কারও কারও দাবি– এলইডি স্টাম্পের আলো যখন জ্বলে ওঠে, তখন রাধার ব্যাট শূন্যে ছিল। আর নারী আইপিএলের নিয়ম অনুযায়ী– সেটা নিশ্চিতভাবে আউট হওয়া উচিৎ।
এমন সিদ্ধান্তের সমালোচনা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ মাইক হেসন বলেন, ‘আমি নিশ্চিত নই কেন আম্পায়ার আজ (গতকাল) রাতে সিদ্ধান্ত নিয়েছেন যে জিঙ্গার বেলের (ইলেকট্রিক) নিয়ম প্রয়োগযোগ্য নয়? যদি বেলের আলো জ্বলে ওঠে, তার মানে তখন উইকেট বিচ্ছিন্ন। এটাই প্লেয়িং কন্ডিশন। ম্যাচের শেষ ১০ মিনিটে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে, যা আগে কখনোই দেখিনি।’
একই মত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা লিসা স্থালেকর। তিনি বলেন, ‘নিয়মটা কি ভুল বুঝলাম? ওই দুটো কি রানআউট ছিল নাকি না?’
তবে বিতর্ক ওঠা থার্ড আম্পায়ারকে বাহবা দিয়েছেন দিল্লির মালিক পার্থ জিন্দাল। তিনি বলেছেন, ‘এই ডব্লিউপিএলের ফলাফল যাই হোক না কেন, আমার অবশ্যই তৃতীয় আম্পায়ারের প্রশংসা করা উচিৎ। যিনি বিশ্বমানের। এত চাপের মধ্যেও এরকম সিদ্ধান্ত নেওয়া এবং রিপ্লেতে এতগুলো ফ্রেম পেছনে ফিরে যাওয়ার ব্যাপারটা বিশ্বমানের।’