• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে মাসুদ রানা হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২

প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫১

নগরীতে মাসুদ রানা হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশের অভিযানে রাজশাহী মহানগরীর নতুন বিল সিমলা এলাকার ভাড়াটিয়া মাসুদ রানা (৪২) হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: রানা (৩২) ও মোসা: বেলি বেগম (৩০)। রানা রাজশাহী জেলার দূর্গাপুর থানার আলীপুর গ্রামের খোকন আলীর ছেলে ও তার স্ত্রী বেলী বেগম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়ার মো: মেরাজ উদ্দিনের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কর্ণহার থানার রাধানগর বেজুড়া গ্রামের মো: আবু বাক্কারের ছেলে মাসুদ রানা। সে প্রায় এক বছর ধরে নগরীর রাজপাড়া থানার নতুন বিল সিমলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে একাই ভাড়া থাকতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফুটপাতে চায়ের দোকান চালাতেন। গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় তার ভাড়া বাসায় পূর্বপরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে খুন করে। তার পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি হত্যার মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ  ধর্ম উপদেষ্টা কাল রাজশাহী আসছেন

আরএমপি’র বোয়ালিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মো: রুবেল হোসেনের দিকনির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলমের নেতৃত্বে এসআই মো: তরিকুল ইসলামের টিম গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় রাজশাহী জেলার দূর্গাপুর থানার আলীপুর গ্রামে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেন। এসময় আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের পিড়া উদ্ধার হয়। পরের দিন রাজপাড়া থানা পুলিশ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে হেরোইনসহ র‍্যাবের হাতে আটক ২

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, মৃত মাসুদ রানার স্ত্রী ক্যানসারে মারা যাওয়ার পর তিনি একাই বাসায় থাকতেন। একাই থাকার কারণে মাসদু রানার দোকানের কর্মচারী আসামী মো: রানা তার স্ত্রী বেলী বেগমকে সাথে নিয়ে মাসুদ রানার সঙ্গে একই বাসায় থাকতে শুরু করে। পরে মাসুদ রানা আসামি বেলী বেগমের সম্পর্ক গড়ে উঠে যা জানতে পেরে মো: রানা ক্ষুব্ধ হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে মো: রানা মাসুদ রানাকে বেসিনের কাছে ফেলে কাঠের পিড়া দ্বারা আঘাত করে এবং বেলী বেগমের সহায়তায় তাকে হত্যা করে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

জিজ্ঞাসাবাদ শেষে আজ ১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।-খবর বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675