মোহা: আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় IBWF এর দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী-২৫) সকাল সাড়ে ১১ টায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কারিগরি ও কৃষি কলেজ হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন নুহু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, IBWF রাজশাহী জেলা সভাপতি নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা সহ-সভাপতি হাফেজ হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, মোজাহার হোসেন মহিলা কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য দুই বছরের জন্য এ কমিটি অনুমোদিত হয়। এতে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এতে বিশিষ্ট সমাজ সেবক ও বাঘা বাজারের প্রতিষ্ঠিত চাউল ব্যবসায়ী তরিকুল ইসলাম সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক শহিদুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বড় বড় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান শেয়ারবাজার লুট করে বাংলাদেশ থেকে শতকোটি টাকা পাচার করেছেন। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নি:স্ব করে দেশে-বিদেশে নিজেদের জন্য গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। আমাদের এ নির্বাচিত কমিটি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যবসায়ি ও প্রতিষ্ঠান সমুহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্জিনিয়ার রেজাউল করিম।