অনলাইন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের নন্দিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লাহ খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, সোমবার সকালে মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তার নানা রহমত উল্লাহ হারিয়ে গেছেন।
ফেসবুকে হিমি লিখেছেন, হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।
এরপর সেই স্ট্যাটাসে একটি নম্বর যোগ করে দেন অভিনেত্রী। নানার খোঁজ পেলে সেই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন হিমি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এই অভিনেত্রী বলেন, আমার নানা ডিমেনশিয়ার রোগি। কোনো ঠিকানা মনে করতে পারেন না। ফজরের ওয়াক্ত থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। মামারা খুঁজছেন। মাইকিং করা হচ্ছে এলাকায়।
হিমি বলেন, আগেও এরকম হয়েছে। দেখা গেছে অন্য আত্মীয়ের বাসায় চলে গেছেন। পরে খুঁজে পাওয়া গেছে। কিন্তু এবার আশেপাশে সম্ভাব্য জায়গাগুলো খোঁজ করা হয়েছে। কোথাও পাওয়া যায়নি। এখন থানায় জানাতে যাচ্ছে বাড়ি থেকে। আমিও ভাবলাম সামাজিক মাধ্যমে বিষয়টি জানাই।
এদিকে ফেসবুক স্ট্যাটাস দিয়েও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন হিমি। তিনি জানান, স্ট্যাটাসে যেই নম্বরটি তিনি দিয়েছেন। সেই নম্বরে অনেকেই অযথা ফোন দিয়ে বিরক্ত করছেন। বিষয়টি খুবই দুঃখজনক।